চাঁদে পানির সন্ধানে উড়ন্ত রোবট পাঠাবে চীন

চাঁদের দক্ষিণ মেরুর অজানা রহস্য উন্মোচনে উড়ন্ত রোবট পাঠাবে চীনছবি: রয়টার্স

চাঁদে পানির সন্ধানে নতুন অভিযান চালানোর ঘোষণা দিয়েছে চীন। চ্যাং’ই–৭ নামের এই অভিযানে চাঁদের দক্ষিণ মেরুতে একটি উড়ন্ত রোবট পাঠানো হবে। রোবটটি উড়ে উড়ে চাঁদের দক্ষিণ মেরুর অজানা রহস্য উন্মোচনের পাশাপাশি সেখানকার ছায়াযুক্ত গর্তে বরফের সন্ধান করবে।

চ্যাং’ই-৭ অভিযানের ডেপুটি চিফ ডিজাইনার তাং ইউহুয়া জানিয়েছেন, চাঁদের দক্ষিণ মেরুতে চ্যাং’ই-৭ অবতরণ করানো হবে। এ অভিযানের মাধ্যমে চাঁদে যদি বরফ শনাক্ত করা যায়, তাহলে পৃথিবী থেকে চাঁদে পানি পরিবহনের খরচ ও সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এর ফলে চাঁদে মানুষের ঘাঁটি স্থাপনের পাশাপাশি মঙ্গল গ্রহ বা মহাকাশ গবেষণার কাজও সহজ হবে।

আরও পড়ুন

চ্যাং’ই-৭ নামের এই অভিযানে একটি অরবিটার, ল্যান্ডার, রোভার ও উড়ন্ত রোবট থাকবে। এই স্মার্ট রোবট চাঁদের বিভিন্ন ঢালে অবতরণ করতে পারবে। চীনের লুনার এক্সপ্লোরেশন প্রোগ্রামের চিফ ডিজাইনার উ ওয়েরেন জানিয়েছেন, অভিযানটিতে চরম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, বিশেষ করে মাইনাস ১০০ ডিগ্রি তাপমাত্রা ও জটিল ভূখণ্ডে চলাচল করতে হবে রোবটটিকে। তবে রোবটটি বিভিন্ন গর্ত থেকে লাফ দিয়ে দূরে যেতে পারে।

আরও পড়ুন

চারটি জ্বালানি ট্যাংক ও ছোট থ্রাস্টার রিংযুক্ত রোবটটি চাঁদের বিভিন্ন স্থানে অবতরণ করে তথ্য সংগ্রহ করবে। এক লাফে কয়েক কিলোমিটার দূরে যেতে সক্ষম রোবটটি ২০২৬ সালের মধ্যে চাঁদে পাঠানো হবে।

প্রসঙ্গত, ২০৩০ সালে চাঁদে মানুষ পাঠাতে চায় চীন। সেই লক্ষ্যে চ্যাং’ই-৭সহ বিভিন্ন অভিযানের মাধ্যমে চাঁদের বিভিন্ন তথ্য জানতে কাজ করছে দেশটি।
সূত্র: এনডিটিভি

আরও পড়ুন