ইউরেনাস গ্রহে কত ঘণ্টায় দিন হয় জানেন

ইউরেনাস গ্রহনাসা

সৌরজগতের বেশ রহস্যময় গ্রহ ইউরেনাস। সৌরজগতের সবচেয়ে বেশি কার্বন ডাই-অক্সাইডসমৃদ্ধ কিছু লক্ষণ ইউরেনাসের চাঁদে খুঁজে পাওয়া গেলেও দূরে থাকার কারণে গ্রহটির বিষয়ে এখন পর্যন্ত খুব বেশি তথ্য জানা যায়নি। এবার হাবল স্পেস টেলিস্কোপের সংগ্রহ করা প্রায় এক দশকের তথ্য বিশ্লেষণ করে ইউরেনাস গ্রহে কত ঘণ্টায় দিন হয়, তা জানিয়েছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের তথ্যমতে, ইউরেনাস গ্রহের একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করতে ১৭ ঘণ্টা, ১৪ মিনিট এবং ৫২ সেকেন্ড সময় প্রয়োজন হয়। এই হিসাবে গ্রহের অরোরা থেকে আসা চৌম্বক ক্ষেত্র ও রেডিও তরঙ্গ পরিমাপ করে জানা গেছে। হাবল স্পেস টেলিস্কোপের সংগ্রহ করা তথ্য অনুযায়ী ইউরেনাস গ্রহে ১৭ ঘণ্টা, ১৪ মিনিট এবং ৫২ সেকেন্ডে এক দিন হয়। নিজ অক্ষে এই সময়ে একটি ঘূর্ণন সম্পন্ন করে গ্রহটি। এই তথ্য নাসার ভয়েজার ২ মহাকাশযানের সংগ্রহ করা তথ্যের চেয়ে ২৮ সেকেন্ড বেশি।

আরও পড়ুন

ফ্রান্সের প্যারিস অবজারভেটরির বিজ্ঞানী লরেন্ট লামির নেতৃত্বে একদল বিজ্ঞানী গত ১০ বছরের অরোরা পর্যবেক্ষণের রেকর্ড পরীক্ষা করে ইউরেনাস গ্রহের চৌম্বক মেরুর তথ্য প্রকাশ করেছেন। দীর্ঘমেয়াদি এ পর্যবেক্ষণের ফলেই গ্রহটির নির্ভুল ঘূর্ণনকাল জানা সম্ভব হয়েছে। গ্যাসীয় এই গ্রহের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করতে আগ্রহী বিজ্ঞানীরা।

আরও পড়ুন

ইউরেনাস গ্রহের ঘূর্ণনকালের সময় ভয়েজার ২ মহাকাশ যানের সংগ্রহ করা তথ্য কাজে লাগিয়ে প্রথম অনুমান করা হয় ১৯৮৬ সালে। বিজ্ঞানীদের তথ্যমতে, ইউরেনাস গ্রহ পৃথিবীর তুলনায় বেশি হেলানো অবস্থায় আবর্তিত হচ্ছে। গ্রহের ঘূর্ণনের কারণে চৌম্বক মেরু একটি বিশাল বৃত্ত তৈরি করেছে। সেই বৃত্তের তথ্য পর্যালোচনা করেই ইউরেনাস গ্রহে কত ঘণ্টায় দিন হয়, তা নতুন করে জানা গেছে।

সূত্র: গ্যাজেটস ৩৬০

আরও পড়ুন