ট্রেন শোষণ করবে কার্বন ডাই–অক্সাইড

বাতাসে থাকা কার্বন ডাই-অক্সাইড শোষণ করতে পারে ট্রেনটিসিও২ রেল

চলার পথে বাতাসে থাকা কার্বন ডাই-অক্সাইড শোষণ করতে পারে ট্রেনটি। শুনতে অবাক লাগলেও শিগগিরই উত্তর আমেরিকায় দেখা মিলবে ট্রেনটির। বাতাসে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কমাতে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের সহায়তায় ট্রেনটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘সিও২ রেল’।

বাতাসে থাকা কার্বন ডাই-অক্সাইড সংগ্রহের জন্য ট্রেনটির বগির নকশায় পরিবর্তন আনার পাশাপাশি যুক্ত করা হয়েছে বিশেষ ধরনের শোষণ যন্ত্র। ট্রেনটি চলার সময় শোষণ যন্ত্রগুলো বাতাসে থাকা কার্বন ডাই-অক্সাইড সংগ্রহ করে তরল আকারে নির্দিষ্ট চেম্বারে জমা করে।

ট্রেনে জমা হওয়া তরল কার্বন ডাই-অক্সাইড যেকোনো ট্যাংকারে স্থানান্তর করা যায়। ফলে কার্বন ডাই-অক্সাইডের ধারণক্ষমতা নিয়ে চিন্তা করতে হয় না। ধারণা করা হচ্ছে, বিশেষ প্রযুক্তির ট্রেনটির মাধ্যমে প্রতিবছর বাতাস থেকে প্রায় ছয় হাজার টন কার্বন ডাই-অক্সাইড শোষণ করা সম্ভব হবে।

সূত্র: ইন্ডিয়া টাইমস