যে কারণে আর্টেমিস চন্দ্র অভিযান স্থগিত হলো
দীর্ঘ প্রত্যাশিত আর্টেমিস চন্দ্র অভিযানের নতুন তারিখ পাওয়া গেছে। চন্দ্রে মানুষ অবতরণের ৫০ বছরের বেশি সময় পরে আর্টেমিস অভিযানের মাধ্যমে আবারও চাঁদে যাবে মানুষ—এমনই প্রত্যাশা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার। আসলে মহাকাশচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নাসা আর্টেমিস ২ ও আর্টেমিস ৩ অভিযান দেরি করছে। নাসা আর্টেমিস প্রোগ্রামে দেরির বিষয়টি নিশ্চিত করেছে। প্রথম দুটি অভিযাত্রীবাহী (ক্রুড) চন্দ্র অভিযান আপাতত স্থগিত করা হচ্ছে। আর্টেমিস–২ অভিযানকে ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের এপ্রিল মাসে পুনর্নির্ধারণ করা হয়েছিল। এই অভিযানে চাঁদের চারপাশে নভোচারীর ঘুরে আসার পরিকল্পনা ছিল। আর আর্টেমিস–৩ অভিযানে অভিযাত্রীদের নামার কথা ছিল চন্দ্রপৃষ্ঠে। ২০২৬ সালের শেষ থেকে ২০২৭ সালের মাঝামাঝি সময়ে স্থানান্তরিত করা হয়। নাসা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আর্টেমিস মিশন স্থগিত করেছে। প্রধানত প্রযুক্তিগত চ্যালেঞ্জের জন্য নাসা পিছিয়ে গেছে। সবচেয়ে বেশি বিপত্তি ঘটেছে ওরিয়ন মহাকাশযানের তাপ ঢালের সমস্যা নিয়ে।
২০২২ সালে অভিযাত্রীহীন আর্টেমিস ১ অভিযানের সময় প্রাপ্ত ফলাফলের কারণে বিলম্ব করা হচ্ছে। নভোযানে সৃষ্ট অভ্যন্তরীণ চাপের কারণে ওরিয়ন মহাকাশযানের তাপ ঢালে সমস্যা দেখা যায়। নাসার উপপ্রশাসক পাম মেলরয় বলেন, মহাকাশযানের পুনঃপ্রবেশের সময় গতিপথের সঙ্গে সামঞ্জস্য করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সম্ভাব্য ঝুঁকির কারণে পরিকল্পনা স্থগিত করা হচ্ছে।
মহাকাশ অনুসন্ধানে নাসার সবচেয়ে বড় প্রতিযোগিতা চলছে চীনের সঙ্গে। এরই মধ্যে চীন ২০৩০ সালের আগে চাঁদে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছে। নতুন রকেট ও নানা ধরনের চন্দ্র ল্যান্ডার নিয়ে বেইজিং বেশ দ্রুত এগিয়ে যাচ্ছে।
ডোনাল্ড ট্রাম্প চলতি মাসে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন। তখন আর্টেমিস প্রোগ্রামের ভবিষ্যত কী হবে তা ঘিরে অনিশ্চয়তা রয়েছে। ডোনাল্ড ট্রাম্প ব্যয়বহুল সরকারি প্রকল্পের সমালোচক, সেই হিসাবে নাসার মহাকাশ উৎক্ষেপণ সিস্টেম পুনর্মূল্যায়ন করা হতে পারে। নাসার বড় বড় খরচের প্রকল্পের চেয়ে তখন স্পেসএক্সের স্টারশিপের মতো বিকল্প উপায়কে গুরুত্ব দেওয়া হতে পারে। স্পেসএক্সের স্টারশিপ রকেটকে আর্টেমিসের ব্যবহারযোগ্য বিকল্প হিসেবে বিবেচিত করা হতে পারে। গুরুত্ব থাকলেও আর্টেমিস প্রোগ্রামের অনিশ্চয়তা দেখছে নাসা। দেখা যাক, ডোনাল্ড ট্রাম্প কী সিদ্ধান্ত দেন।
সূত্র: গ্যাজেট৩৬০