২০২৩ সালে বিলুপ্ত হয়েছে যে পাখিরা

বিলুপ্ত হয়ে গেছে ‘কাউয়াই ও ও’ পাখিউইকিমিডিয়া

২০২৩ সালে শুধু যুক্তরাষ্ট্রের হাওয়াই অঞ্চল থেকেই ওহাইও ক্যাটফিশ, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাদুড়, মিঠাপানির আট প্রজাতির ঝিনুকসহ আট প্রজাতির পাখি বিলুপ্ত হয়েছে। বিলুপ্ত হওয়া পাখিদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ছিল ‘কাউয়াই ও ও’। ছোট আকারের পাখিটি তার চকচকে পালক আর কালো–হলুদ আবরণের জন্য বেশ পরিচিত ছিল। ভুতুড়ে ডাকের জন্যও আলোচিত ছিল পাখিটি। হাওয়াই অঞ্চলের হানিইটার প্রজাতির শেষ প্রজাতি হিসেবে ২০২৩ সালে পাখিটিকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বিলুপ্ত প্রজাতির তালিকায় রয়েছে ছোট মারিয়ানা ফ্রুটব্যাট নামের বাদুড়, যা গুয়াম ফ্লাইং ফক্স নামেও পরিচিত। স্কিওটো ম্যাডটম নামের ওহাইও রাজ্যে থাকা আকারে ছোট ও ঝকঝকে ক্যাটফিশসহ বাকম্যানস ওয়ারব্লার নামের একটি পাখিও হারিয়ে গেছে। এই পাখি যুক্তরাষ্ট্রের দক্ষিণে গ্রীষ্মকালে ও কিউবায় শীতকালে অবস্থান করত। বার্ডলেড হোয়াইট আই নামের পাখিও বিলুপ্ত হয়ে গেছে। গুয়াম দ্বীপের এই পাখি আকারে ৪ ইঞ্চি লম্বা ছিল, যার চোখের চারপাশে একটি বলয় দেখা যেত।

গবেষক রাচেল কিংসলে বলেন, ‘হাওয়াই দ্বীপ থেকে আট প্রজাতির পাখি বিলুপ্ত হয়ে গেছে। আরও চারটি প্রজাতি বিলুপ্তির আসন্ন ঝুঁকিতে রয়েছে। এভিয়ান ম্যালেরিয়া মহামারির কারণে এসব প্রজাতির পাখি ঝুঁকিতে আছে। একই সঙ্গে জলবায়ু সংকটের কারণে স্থানীয় আবহাওয়ার ধরন বদলে যাচ্ছে। বিলুপ্ত ঘোষণা করা পাখির মতোই একই হুমকির সম্মুখীন হচ্ছে অনেক পাখি। চরম আবহাওয়া, খরা আর দাবানলের কারণে বনের পাখিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান