বাংলাদেশে ভূমিকম্প হলেই সতর্ক করবে গুগল

অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমগুগল

ভূমিকম্পের সময় ব্যবহারকারীদের সতর্ক করতে কয়েকটি দেশের মতো বাংলাদেশেও অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম চালু করেছে গুগল। আজ মঙ্গলবার থেকে হালনাগাদ করা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম–চালিত স্মার্টফোনে বিনা মূল্যে এ সুবিধা পাওয়া যাবে।

২০২০ সালে যুক্তরাষ্ট্রে প্রথম এ সুবিধা চালু করে গুগল। পর্যায়ক্রমে নিউজিল্যান্ড, গ্রিস, কাজাখস্তান, কিরগিজ প্রজাতন্ত্র, ফিলিপাইন, তাজিকিস্তান, তুরস্ক, তুর্কমিনিস্তান ও উজবেকিস্তানে অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম উন্মুক্ত করা হয় । আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গুগল।

আরও পড়ুন

অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম মূলত ভূপৃষ্ঠের কম্পন পর্যালোচনা করে ভূমিকম্পের সতর্কবার্তা পাঠায়। ভূমিকম্পের উৎস এবং মাত্রা সম্পর্কে জানানোর পাশাপাশি নিরাপদ থাকার পরামর্শও দিয়ে থাকে। ফলে এখন থেকে বাংলাদেশে ভূমিকম্প হলে ব্যবহারকারীদের সতর্ক করার পাশাপাশি নিরাপদ থাকার কৌশল জানাবে গুগল।

অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম কাজে লাগিয়ে চাইলে অনলাইনেও বাংলাদেশে ভূমিকম্পের বিস্তারিত তথ্য জানা যাবে। গুগল সার্চে ‘আর্থকোয়েক’ বা ‘আর্থকোয়েক নিয়ার মি’ লিখে সার্চ করলেই বাংলাদেশে সম্প্রতি কোনো ভূমিকম্প হয়েছে কি না, তা জানা যাবে। শুধু তা–ই নয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল এবং দূরত্বও জানা যাবে।

আরও পড়ুন

ভূমিকম্পের তথ্য সংগ্রহের জন্য গুগল মূলত ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে থাকা অ্যাক্সিলারোমিটার সেন্সর সুবিধা ব্যবহার করে থাকে। কারণ, অ্যাক্সিলারোমিটার ভূমিকম্প উৎপন্ন হওয়ায় প্রাথমিক ‘পি’ তরঙ্গ বা ভূপৃষ্ঠের কম্পন শনাক্ত করতে পারে। অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম চালু থাকলে ভূপৃষ্ঠের কম্পন শনাক্ত হলেই গুগলের সার্ভারে তথ্য পাঠাতে থাকে স্মার্টফোন।

বিভিন্ন স্মার্টফোন থেকে পাঠানো তথ্য বিশ্লেষণের পর ভূমিকম্পের মাত্রা বুঝে ব্যবহারকারীদের ‘বি অ্যাওয়ার’ ও ‘টেক অ্যাকশন’ নামে সতর্কবার্তা পাঠায় গুগল। সাধারণত ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হলে ‘বি অ্যাওয়ার’ বার্তা পাঠানো হয়। এ সময় ভূমিকম্পের সম্ভাব্য উৎপত্তিস্থলের তথ্য জানানোর পাশাপাশি নিরাপদে থাকারও বিভিন্ন পরামর্শ দেয় গুগল।

আরও পড়ুন

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৫–এর বেশি হলে পাঠানো হয় ‘টেক অ্যাকশন’ বার্তা। এ সময় ব্যবহারকারীদের স্মার্টফোনে স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ম বা সতর্কবার্তা বাজবে।

অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম চালুর জন্য প্রথমে স্মার্টফোনের সেটিংসে প্রবেশ করে লোকেশন অপশনে নির্বাচন করতে হবে। এবার অ্যাডভান্স অপশনে ক্লিক করে আর্থকোয়েক অ্যালার্ট নির্বাচন করতে হবে।

আরও পড়ুন