ইঁদুরের মস্তিষ্কের নতুন সংকর কোষের খোঁজ, নড়ে বসেছে নিউরো–দুনিয়া

গ্লুটামেটারজিক অ্যাস্ট্রোসাইট কোষ থেকে নিউরোট্রান্সমিটার নির্গত হয় বলে সাম্প্রতিক গবেষণায় জানা গেছেনিউরোসায়েন্স নিউজ

প্রাণীর মস্তিষ্কের কাজ যেমন জটিল, তার গড়ন ও গঠনেও দেখা যায় জটিলতা। সেই জটিল দুনিয়ার রহস্য উন্মোচনে নানাভাবে কাজ করে চলেছেন বিজ্ঞানীরা। এরই মধ্যে ইঁদুরের মস্তিষ্কে নিউরোবিজ্ঞানীরা নতুন ধরনের সংকর কোষের খোঁজ পেয়েছেন। নতুন শনাক্ত কোষটিকে আমাদের চেনা নিউরন ও গ্লিয়াল কোষের মধ্যবর্তী ধরনের কোষ বলে ঘোষণা দেওয়া হয়েছে। নতুন এই কোষকে বলা হচ্ছে গ্লুটামেটারজিক অ্যাস্ট্রোসাইট। নেচার সাময়িকীতে সংকর এই কোষের উপস্থিতি নিয়ে গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

আগে ধারণা করা হতো, গ্লিয়াল কোষ বিশেষ করে অ্যাস্ট্রোসাইট নিউরনের কাজে সামান্যভাবে সহযোগিতা করে। মানুষের নার্ভাস সিস্টেম বা স্নায়ুব্যবস্থার পুরোটাই অ্যাস্ট্রোসাইট ধরনের গ্লিয়াস কোষের ওপর নির্ভরশীল। এর বাইরে সাম্প্রতিক গবেষণায় জানা যাচ্ছে, গ্লুটামেটারজিক অ্যাস্ট্রোসাইট নামের এসব কোষ থেকে নিউরোট্রান্সমিটার নির্গত হয়। নিউরাল সার্কিটের ওপর কার্যকর প্রভাব আছে এগুলোর। এই সংকর কোষের কার্যকারিতা দুর্বল হলে ইঁদুরের স্মৃতিসংক্রান্ত নানা সমস্যা দেখা দিতে পারে।

দুই ধরনের নিউরন ও গ্লিয়াল কোষের মধ্যবর্তী স্থানেই শনাক্ত হওয়া নতুন সংকরিত কোষের অবস্থান বলা যায়। সুইজারল্যান্ডের লুজান বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান ও মেডিসিন অনুষদ ও জেনেভার ওয়েস সেন্টার ফর বায়ো অ্যান্ড নিউরোইঞ্জিনিয়ারিংয়ের গবেষকেরা নতুন কোষের সন্ধান পেয়েছেন। দীর্ঘদিন ধরে অ্যাস্ট্রোসাইট কোষের কাজকর্ম নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ চলছে। নতুন শনাক্ত হওয়া কোষের কাজের ধরনের কারণেই বিভ্রান্তির মাত্রা একটু বেশি দেখা যায়।

মডার্ন মলিকুলার বায়োলজি পদ্ধতি অনুসারে এই গবেষণা পরিচালনা করা হয়। গবেষণার শুরুর দিকে নিউরনের নিউরোট্রান্সমিটারের প্রধান গ্লুটামেটের উপস্থিতি নিয়ে কাজ করা হয়। গবেষক দলের সদস্য লুডোভিচ টেলি বলেন, ‘আমরা এই কোষে বিশেষায়িত প্রোটিনেরও সন্ধান পাই। এসব প্রোটিন অন্য কোষের সঙ্গে যোগাযোগে গুরুত্বপূর্ণ। এই কোষগুলো দ্রুতগতিতে গ্লুটামেট নিঃসরণ করতে পারে।’ জীবিত ইঁদুরের মস্তিষ্কের টিস্যুতে গ্লুটামেটের প্রভাব পর্যবেক্ষণ করেন তাঁরা।

গবেষক দলের জ্যেষ্ঠ সদস্য রবার্টা দ্য সেগলিয়া জানান, এই কোষগুলো নিউরনের কাজ নিয়ন্ত্রণ করতে পারে। কোষের আন্তযোগাযোগে ভূমিকা পালন করে। এ ধরনের কোষ অকার্যকর হলে দীর্ঘ মেয়াদে স্মৃতিসংক্রান্ত জটিলতা দেখা দেয়। নতুন এই কোষের সন্ধানে নতুন আবিষ্কারের সুযোগ আছে। মানুষের আলঝেইমার রোগসহ স্মৃতিসংক্রান্ত নানা গবেষণায় এই কোষ আবিষ্কার নতুন তথ্য প্রদান করবে বলে আশা করা যায়।
সূত্র: নিউরোসায়েন্স নিউজ ও নিউ সায়েন্টিস্ট