কার্বন ডাই–অক্সাইড থেকে তৈরি হবে টেকসই জ্বালানি

কার্বন ডাই–অক্সাইড থেকে সবুজ জ্বালানি তৈরি করছেন গবেষকেরাটেকএক্সপ্লোর

গবেষকেরা সফলভাবে একটি আলো-সক্রিয় উপাদান তৈরি করেছেন। বিশেষ ধরনের এই উপাদানের মাধ্যমে তামার একক পরমাণুর ওপর সূর্যের আলো ফেলে কার্বন ডাই–অক্সাইডকে মিথানলে রূপান্তর করা হয়। নতুন এই আবিষ্কার পরিবেশবান্ধব সবুজ জ্বালানি তৈরির পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নটিংহামের স্কুল অব কেমিস্ট্রি, ইউনিভার্সিটি অব বার্মিংহাম, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড এবং ইউনিভার্সিটি অব উলমের এক দল গবেষক যৌথভাবে কার্বন ডাই–অক্সাইড থেকে সবুজ জ্বালানি তৈরি শুরু করেছেন।

সবুজ জ্বালানি নিয়ে এই গবেষণা সাসটেইনেবল এনার্জি অ্যান্ড ফুয়েলস জার্নালে প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, সাধারণভাবে ফটোক্যাটালাইসিসে আলো একটি অর্ধপরিবাহী উপাদানের ওপর পড়লে ইলেকট্রনকে উত্তেজিত করে, যা কার্বন ডাই–অক্সাইড ও পানির সঙ্গে বিক্রিয়া করতে পরিবেশ তৈরি করে। এর মাধ্যমে মিথানলসহ বিভিন্ন ধরনের দরকারি উপাদান তৈরি হয়, যা বেশ কার্যকর একটি সবুজ জ্বালানি।

আরও পড়ুন

নটিংহাম বিশ্ববিদ্যালয়ের স্কুল অব কেমিস্ট্রির গবেষক মাদাসামি থাঙ্গামুথু বলেন, ফটোক্যাটালাইসিসে ব্যবহৃত বিভিন্ন উপকরণের একটি বিশাল বৈচিত্র্য রয়েছে। এটা গুরুত্বপূর্ণ যে ফটোক্যাটালিস্ট আলো শোষণ করে ও উচ্চ দক্ষতার সঙ্গে চার্জ বাহককে আলাদা করে। আমাদের পদ্ধতিতে আমরা ন্যানোস্কেলে উপাদান নিয়ন্ত্রণ করতে পারি। আমরা ক্রিস্টালাইন ন্যানোস্কেল ডোমেনের সঙ্গে কার্বন নাইট্রাইডের একটি নতুন ফর্ম তৈরি করেছি, যা আলোর সঙ্গে কার্যকর মিথস্ক্রিয়া করে পর্যাপ্ত চার্জ পৃথক্‌করণের সুযোগ দেয়। কার্বন ডাই–অক্সাইড বিশ্বের উষ্ণায়নের জন্য বড় প্রভাবক। কার্বন ডাই–অক্সাইডকে দরকারি পণ্যে রূপান্তর করা সম্ভব।

সূত্র: ফিজিস ডট ওআরজি