পৃথিবীর প্রাচীনতম শিলার সন্ধান
কানাডার উত্তর কুইবেকে নুনাভিকের ইনুকজুয়াক নামের একটি গ্রামের কাছে পৃথিবীর প্রাচীনতম শিলা খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের অনুমান, শিলাগুলোর আনুমানিক বয়স ৪১৬ কোটি বছর। এসব প্রাচীন শিলায় হেডিয়ান যুগের তথ্য থাকার সম্ভাবনা রয়েছে। সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে এই আবিষ্কারের তথ্য।
দীর্ঘদিন থেকেই পুরোনো শিলার তথ্য বিশ্লেষণ করে পৃথিবীর শুরুর সময়কার তথ্য সংগ্রহ করছেন বিজ্ঞানীরা। আর তাই খোঁজ পাওয়া শিলাগুলো বিশ্লেষণ করে হেডিয়ান যুগের তথ্য জানতে চান বিজ্ঞানীরা। ২০১৭ সালে প্রথম শিলাগুলোর খোঁজ পাওয়া যায়। সে সময় অনুমান করা হয়েছিল, শিলাগুলোর বয়স ৩৭৫ থেকে ৪৩০ কোটি বছর হতে পারে। এরপর উন্নত রেডিওমেট্রিক ডেটিং কৌশল ব্যবহার করে দেখা যায়, আগ্নেয়গিরির স্তর ভেদ করে আসা শিলাগুলোর বয়স ৪১৬ কোটি বছর।
তীব্র তাপ ও আগ্নেয়গিরির কার্যকলাপের মাধ্যমে প্রায় ৪৬০ কোটি বছর আগে হেডিয়ান যুগে পৃথিবীর জন্ম হয়। তখন আমাদের গ্রহটি ছিল একরকমের গলিত শিলা। পৃষ্ঠে চরম প্রকৃতির আগ্নেয়গিরির কার্যকলাপ চলছিল। জ্বলন্ত লাভা সমুদ্র ও বায়ুমণ্ডল বিষাক্ত গ্যাস বাষ্পে পূর্ণ ছিল।
সেই প্রতিকূলতার মধ্যেও পৃথিবীর বিকাশ ঘটে। প্রায় ৪০০ কোটি বছর আগে হেডিয়ান যুগের অবসান ঘটলে গ্রহটি ঠান্ডা হতে শুরু করে। আগ্নেয়গিরির বাষ্প ও ধূমকেতুর আঘাতের ফলে একটি কঠিন ভূত্বক ও মহাসাগর তৈরি হয়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া