ইউরেনাস গ্রহ কি ঠান্ডা না উত্তপ্ত
সূর্য থেকে প্রায় ১৮০ কোটি মাইল দূরে অবস্থিত ইউরেনাস গ্রহ। ১৯৮৬ সালে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ভয়েজার ২ মিশনের সংগ্রহ করা তথ্য থেকে জানা যায়, ইউরেনাস অস্বাভাবিক ঠান্ডা ও অভ্যন্তরীণভাবে নিষ্ক্রিয় একটি গ্রহ। এত দিন ঠান্ডা গ্রহ হিসেবে পরিচিতি পেলেও সম্প্রতি ইউরেনাস গ্রহের অভ্যন্তরে তাপ নির্গত হওয়ার ঘটনা শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের হিউস্টন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। জিওফিজিক্যাল রিসার্চ লেটারস সাময়িকীতে এ বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
বিজ্ঞানীদের তথ্যমতে, সৌরজগতের বিভিন্ন গ্রহের গঠন ও পরিবেশ আলাদা। সূর্য থেকে বৃহস্পতি, শনি ও নেপচুনের অনেক পেছনে থাকলেও ইউরেনাস গ্রহের ভেতর থেকে তাপ উৎপন্ন হচ্ছে। এত দিন ধারণা করা হতো যে ইউরেনাস ঠান্ডা গ্রহ। কিন্তু নতুন গবেষণায় দেখা গেছে যে সূর্যের সপ্তম গ্রহ ইউরেনাসের ভেতর থেকে তাপ উৎপন্ন হচ্ছে।
বিজ্ঞানী জিনিয়ু ওয়াং জানান, ইউরেনাস সূর্য থেকে অনেক দূরে অবস্থান করলেও অভ্যন্তরীণভাবে তাপ উৎপাদন করছে। সূর্য থেকে যে তাপ শোষণ করে, তার চেয়ে শতভাগ বেশি তাপ নির্গত হচ্ছে গ্রহটি থেকে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে নতুন এ গবেষণা ইউরেনাস ও অন্যান্য বিশাল গ্রহকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। ভবিষ্যতে ইউরেনাস গ্রহে অভিযান চালানোরও প্রয়োজন হবে।
ইউরেনাস থেকে নির্গত তাপের পরিমাণ গ্রহটির দীর্ঘ ঋতুকে প্রভাবিত করে। গ্রহটিতে প্রতিটি ঋতু ২০ বছরের বেশি সময় ধরে স্থায়ী হয়। সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে ইউরেনাসের চাঁদ মিরান্ডার ভূপৃষ্ঠে পানি থাকতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয় ও নর্থ ডাকোটা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।
হিউস্টন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী লিমিং লি বলেন, ‘গবেষণায় ইউরেনাস কীভাবে তাপ সঞ্চয় ও নির্গত করে, সে বিষয়ে নতুন তথ্য জানা গেছে। আমরা ইউরেনাস গ্রহের বায়ুমণ্ডল, আবহাওয়াব্যবস্থা ও জলবায়ুব্যবস্থা গঠনকারী মৌলিক প্রক্রিয়া সম্পর্কে জানতে চাই। নাসাও ইউরেনাসে অভিযান পরিচালনার পরিকল্পনা করছে।’
সূত্র: এনডিটিভি