পৃথিবীর গভীরের যে রহস্যময় এলাকা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের জন্য দায়ী
পৃথিবীতে প্রতি মাসেই কোনো না কোনা স্থানে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে থাকে। প্রাণহানির আশঙ্কা থাকলেও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের তথ্য আগে থেকে জানা যায় না। আর তাই দীর্ঘদিন ধরে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণ জানার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। এবার অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের একটি সম্ভাব্য কারণ চিহ্নিত করেছেন। তাঁদের দাবি, ভূপৃষ্ঠের প্রায় ১ হাজার ২০০ মাইল নিচে থাকা রহস্যময় ব্লব অঞ্চলের জন্য অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটছে।
বিজ্ঞানীদের তথ্যমতে, ব্লব অঞ্চলটি বিভিন্ন মহাদেশ জুড়ে বিস্তৃত। মাউন্ট এভারেস্টের চেয়ে ১০০ গুণ বেশি প্রসারিত এই সব এলাকা। পৃথিবীর পৃষ্ঠের ওপরের দিকে প্রবাহিত গরম গলিত শিলার স্তূপের জন্য একটি সূচনা বিন্দু বলা যায় এই ব্লব অঞ্চলকে। সেখানে ভয়ংকর মাত্রায় লাভা, গ্যাস ও শিলাখণ্ড বিস্ফোরিত হয়ে থাকে।
অস্ট্রেলিয়ার ওলংগং বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, ব্লব অঞ্চলগুলো সম্ভবত লাখ লাখ বছর ধরে বিদ্যমান আছে। ব্লবের অবস্থান পৃথিবীর আবরণের নিচে। আমাদের গ্রহপৃষ্ঠের সবচেয়ে পুরু স্তর ম্যান্টেল মূলত একটি কঠিন শিলা। ব্লব ম্যান্টেলের বাকি অংশের মতোই পাথর দিয়ে তৈরি হতে পারে। পৃথিবীর পৃষ্ঠের নিচের ব্লব সময়ের সঙ্গে সঙ্গে স্থানান্তরিত হয়। ম্যান্টেল প্লামের মাধ্যমে পৃথিবীর পৃষ্ঠের সঙ্গে সংযুক্ত থাকে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের স্থান ব্লবের অবস্থানের ওপরেই। এর থেকে বোঝা যায়, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মূল উৎস হচ্ছে এসব ব্লব।
সূত্র: ডেইলি মেইল