২০২৩ সালের সেরা উদ্ভাবন

টাইম ম্যাগাজিনের তালিকায় ২০০ উদ্ভাবন স্থান পেয়েছেসংগৃহীত

বছরের শেষ ভাগে এসে প্রতিবারই বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলো আলোচিত আবিষ্কার ও উদ্ভাবনের তালিকা প্রকাশ করে। গণমাধ্যমের মধ্যে টাইম সাময়িকী অন্যতম। টাইমের করা তালিকায় দাবানল শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে দারুণ সব উদ্ভাবনের নাম দেখা যাচ্ছে। এ বছর টাইম বেশ কয়েকটি প্রতিশ্রুতিশীল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উদ্ভাবনকে স্বীকৃতি দিয়েছে। প্রতিষ্ঠিত প্রযুক্তি প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের পাশাপাশি নানা ধরনের উদ্ভাবনী উদ্যোগের (স্টার্টআপ) নামও রয়েছে তালিকায়। টাইম ম্যাগাজিনের তালিকায় ২০০ উদ্ভাবন স্থান পেয়েছে। এর মধ্যে আলোচিত কয়েকটি উদ্ভাবন–আবিষ্কারের কথা থাকছে এ প্রতিবেদনে।

জিপিটি–৪

২০২৩ সালের সেরা উদ্ভাবনগুলোর যেকোনো তালিকায় ওপেনএআইয়ের জিপিটি–৪ থাকবে, এটাই স্বাভাবিক। টাইম ম্যাগাজিন জিপিটি–৪কে কৃত্রিম বুদ্ধিমত্তার সবচেয়ে শক্তিশালী মডেল হিসেবে বর্ণনা করেছে। জিপিটি–৪ মৌখিক যুক্তিতে পারদর্শী ও সহজ ভাষায় জটিল ধারণা ব্যাখ্যা করতে পারে। গত সেপ্টেম্বরে ওপেনএআই ইনপুট হিসেবে কথা ও ছবি ব্যবহার করে মডেলের সঙ্গে মিথস্ক্রিয়া (ইন্টারঅ্যাকশন) করার সুযোগ তৈরি করে। পরবর্তী সময়ে দেখা যায়, জিপিটি–৪ভি ছবির বিষয়বস্তু সাধারণ ভাষায় কথা বলে বর্ণনা করতে পারে।

জেন–২

তালিকায় থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জেন-২ একটি ভিডিও সফটওয়্যার। প্রযুক্তি প্রতিষ্ঠান রানওয়ে এটি তৈরি করেছে। রানওয়েতে গুগলের বিনিয়োগ আছে। এই কোম্পানির তৈরি ভিজ্যুয়াল ইফেক্ট টুল হলিউডের সফল চলচ্চিত্র ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান’-এ দেখা যায়। জেন-২ প্রম্পট শব্দ, ছবি বা অন্যান্য ভিডিও থেকে একটি ভিডিও তৈরি করতে সক্ষম।

এআই পিন

মানুষের জন্য এআই পিনকে টাইম ম্যাগাজিন এ বছরের অন্যতম উদ্ভাবন হিসেবে বলছে। এআই পিন হলো প্রযুক্তি প্রতিষ্ঠান হিউম্যানের প্রথম পণ্য। এই স্টার্টআপ অ্যাপলের সাবেক কর্মীরা প্রতিষ্ঠা করেন। হালকা ওজনের একটি যন্ত্র পোশাকে পিন আকারে যুক্ত থাকে। হাতের তালুর মাধ্যমে মুঠোফোনে কল ও অন্যান্য কাজ করা যায় এই পিনের মাধ্যমে। নতুন এই যন্ত্র স্মার্টফোনের ব্যবহার কমিয়ে দিতে পারে। আনুষ্ঠানিকভাবে যন্ত্রটি চালু না করতে পারলেও প্যারিস ফ্যাশন উইকে সুপারমডেল নাওমি ক্যাম্পবেল যন্ত্রটি ব্যবহার করেছেন। ক্ষুদ্র এই যন্ত্র ব্যবহারকারীদের জটিল প্রশ্নের জিজ্ঞাসা, কল এবং বার্তা পাঠাতে ও গ্রহণ করতে কাজ করে।

ডাল–ই থ্রি

ওপেনএআইয়ের ডাল-ই থ্রির নামও তালিকায় আছে। ডাল-ই থ্রি শব্দের আবহ ব্যবহার করে ছবি তৈরি করতে পারে। লেখা থেকে ছবি (টেক্সট–টু–ইমেজ) মডেল আকারে কাজ করে এই উদ্ভাবন। ওপেনএআইয়ের আদিত্য রমেশ এটি উদ্ভাবন করেছেন। এটি যেকোনো শব্দ থেকে ছবি তৈরি করতে সক্ষম।

মেটা সিমলেস এমফোরটি

গত আগস্টে মেটা সিমলেস এমফোরটি প্রকাশ করে। এই এআই মডেল ১০০টি ভাষা অনুবাদ ও প্রতিলিপি করতে পারে। এটিকে বলা হচ্ছে, প্রথম একের মধ্যে সব (অল-ইন-ওয়ান) বহুভাষিক এআই অনুবাদ ও ট্রান্সক্রিপশন মডেল৷ টেক্সট-টু-স্পিচ, স্পিচ-টু-স্পিচ, স্পিচ-টু-টেক্সট বা টেক্সট-টু-স্পিচ—বিভিন্নভাবে অনুবাদ করতে সক্ষম। নানা ভাষার সঙ্গে কাজ করা এই সিস্টেমকে বেশ দক্ষ বলে দাবি করা হয়। মেটার এই মডেল উন্মুক্ত সোর্সকোডের। তাই সারা বিশ্বের গবেষকেরা এই কোড ব্যবহার করতে পারবেন।

ডেড্রোন সিটি–ওয়াইড ড্রোন

ডেড্রোন সিটি-ওয়াইড ড্রোন ডিটেকশন নামের একটি সেবা তালিকায় স্থান পেয়েছে। আকাশসীমার নিরাপত্তায় কাজ করে ডেড্রোন নামের প্রতিষ্ঠান। তারা ডেড্রোন সিটি-ওয়াইড তৈরি করেছে, যা একটি ড্রোনের মাধ্যমে নিরাপত্তা ও আকাশসীমায় দৃশ্য দেখতে সহায়তা করে। টাইম ম্যাগাজিনের মতে, যন্ত্রটি নির্দিষ্ট এলাকার চারপাশে একটি ভার্চ্যুয়াল ঢাল হিসেবে কাজ করে। কোনো ড্রোন নির্ধারিত আকাশসীমার মধ্যে প্রবেশ করলে কয়েক সেকেন্ডের মধ্যে আইন প্রয়োগকারী সংস্থাকে সতর্ক করে দেওয়া যায় এ পদ্ধতিতে।

টাইমের কনজ্যুমার ইলেকট্রনিকসের তালিকায় ব্যক্তিগত নিরাপত্তা সতর্কতার জন্য বার্ডি+ এন্টারপ্রাইজের অ্যালার্ম, ফ্রেমওয়ার্ক ল্যাপটপ সিক্সটন, সম্পূর্ণরূপে মেরামতযোগ্য মুঠোফোন নকিয়া জি২২, সনি আলফা ৭আর ভি ক্যামেরা, এলজি সিগনেচার ওএলইডি এম৯৭ ইঞ্চি টেলিভিশন, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ৫, ক্যানন এমএস-৫০০, ইন্টেল থান্ডারবোল্ট ফাইভ, অ্যাপল ওয়াচ আলট্রা ২, সনি এফএক্স৩, লজিটেক প্লেসিট চ্যালেঞ্জ এক্সের নাম রয়েছে।

আছে উদ্ভাবনী খাবার ও আরও নানা উদ্ভাবন

উদ্ভাবনী খাবারের তালিকায় বেশ কয়েকটি নাম দেখা যায়। কৃত্রিমভাবে মাংস তৈরির জন্য গুড মিট কালটিভেটেড চিকেন, ক্র্যাফট হেইঞ্জের মধ্যাহ্নভোজ উপযোগী গ্রিলড চিজের মতো উদ্ভাবন এ বছরের তালিকায় জায়গা করে নেয়।

গ্রিন অ্যানার্জির তালিকায় দেখা যায় নবায়নযোগ্য শক্তির জন্য ডায়াকুয়া ইনভিজিবল সোলার রুফটাইল, অ্যান্টোরা থার্মাল ব্যাটারিসহ বেশ কয়েকটি উদ্ভাবনকে। টেকসই শ্রেণিতে দেখা যায় মৌমাছির জন্য ডালান অ্যানিম্যাল হেলথের তৈরি ফাউলব্রুড ভ্যাকসিনের নাম। পরিবহন খাতে সিজিঞ্জার ২১সি, জুক্স অটোনমাস শাটল, এসার ইবি, রাইজ রেকন, স্মার্ট টায়ার, লরা মারসক, মার্সিডিজ-বেঞ্জ ড্রাইভ পাইলট, লকহিড মার্টিন এবং নাসা এক্স-৫৯ উদ্ভাবনকে দেখা যায়। এ ছাড়াও তালিকায় ট্রান্সঅ্যাস্ট্রা ফ্লাইট্র্যাপের মহাকাশের জন্য ময়লার ব্যাগ, ইতালিয়ান ইনিস্টিউট অব টেকনোলজির খাবার উপযোগী রিচার্জেবল ব্যাটারি, চ্যান্ডেলাইয়ার সোয়ানের বাল্ব প্রতিস্থাপনকারী স্ট্যান্ডসহ নানা অদ্ভুত আবিষ্কার ও উদ্ভাবনকে তালিকায় দেখা যায়।

সূত্র: টাইম ম্যাগাজিন