শেষ হলো পদার্থবিজ্ঞানের উইন্টার স্কুল
দেশের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞানসহ মৌলিক গবেষণায় আগ্রহী করে তুলতে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল ‘জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল উইন্টার স্কুল’ শীর্ষক কর্মশালা। গত ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মশালায় তাত্ত্বিক পদার্থবিদ্যা, গাণিতিক পদার্থবিজ্ঞান, স্ট্রিং তত্ত্বসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ডেটা অ্যান্ড সায়েন্সেস, ইউনেসকোর ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিকসের (আইসিটিপি) আউটরিচ প্রোগ্রাম ফিজিকস ফর বাংলাদেশ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
তাত্ত্বিক এই কর্মশালায় ইতালি ও ভারতের তিনজন অধ্যাপক পদার্থবিজ্ঞানের মৌলিক বিষয়ে বক্তব্য দেন। স্ট্রিং তত্ত্ব ও স্ট্রিং মহাকাশবিজ্ঞান নিয়ে বক্তব্য দেন অধ্যাপক মিকেলে চিকোলি ও ব্রেকথ্রু প্রাইজ বিজয়ী অধ্যাপক অশোক সেন। এ ছাড়া ব্ল্যাকহোল ইনফরমেশন প্যারাডক্স বিষয়ে বক্তব্য দেন আইসিটিপি প্রাইজ ও নিশিনা এশিয়া অ্যাওয়ার্ড বিজয়ী অধ্যাপক সুব্রত রাজু।
কর্মশালায় অধ্যাপক অশোক সেন বলেন, ‘তরুণদের গবেষণার অনেক সুযোগ আছে। বর্তমানে মৌলিক গবেষণার সুযোগ তৈরি হচ্ছে, এসব গবেষণার মাধ্যমে বিজ্ঞানের দুনিয়ায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।’
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ডেটা অ্যান্ড সায়েন্সের ডিন অধ্যাপক মাহবুব মজুমদার বলেন, ‘আমাদের দেশের বিজ্ঞানচর্চায় জামাল নজরুল ইসলাম আলোকিত একজন মানুষ। তাঁর দেখানো পথে আমাদের নবীন প্রজন্মকে পদার্থবিজ্ঞান ও গবেষণায় আগ্রহী করে তুলতে হবে। এ ধরনের কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা বৈশ্বিক পর্যায়ে গবেষণার ধরন, নতুন গবেষণা শুরুর পদ্ধতি সম্পর্কে জানার সুযোগ পেয়ে থাকেন। তাই এ কর্মশালা স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মৌলিক গবেষণায় আগ্রহী করে তুলবে বলে আশা করা হচ্ছে।’