রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় জুনিয়র, সিনিয়র ও বিশেষ বিভাগে সেরা হয়েছে ‘রুবি এআই পাওয়ার্ড রোবোট’, ‘রোবোটিকস অ্যালার্ম’, ও ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকসিডেন্ট প্রিভেনশন সিস্টেম’ প্রকল্প। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত তিন দিনের এই মেলায় নিজেদের তৈরি ১৫৫টি প্রকল্প প্রদর্শন করেন শিক্ষার্থীরা। বুধবার মেলা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
মেলায় জুনিয়র গ্রুপে সেরা হয়েছে কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থী সাদমান সাকিব (রুবি এআই পাওয়ার্ড রোবোট)। দ্বিতীয় হয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষার্থী মিসবাহ উদ্দিন ও ফাহিম ফয়সাল (অলটারনেটিভ এনার্জি) এবং তৃতীয় হয়েছে সিলেটের স্কলার্স হোম বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী নাজিবা বিনতে নোমান (কচুরিপানা থেকে স্যানিটারি ন্যাপকিন)।
প্রকল্পের সিনিয়র গ্রুপে সেরা হয়েছেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী আল খালিফ মাহমুদ (রোবোটিকস অ্যালার্ম), দ্বিতীয় হয়েছেন দিনাজপুরের পার্বতীপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মেহেদী হাসান (সমৃদ্ধ নগর ও আধুনিক চিন্তাধারা) ও তৃতীয় হয়েছেন হবিগঞ্জ পলিটেকনিকের বিপ্লব দেব (ড্রিম ডিজাইন)।
বিশেষ ক্যাটাগরি গ্রুপে প্রথম হয়েছেন নরসিংদী সায়েন্স অ্যান্ড রোবোটিকস ল্যাবের রাফি হোসাইন ও দুর্জয় সাহা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকসিডেন্ট প্রিভেনশন সিস্টেম), দ্বিতীয় হয়েছেন যশোরের বায়োস্কোপ বিআর রিসার্চ ল্যাবের শেখ নাঈম হাসান (রোবট+ভিআর) ও তৃতীয় হয়েছেন বগুড়ার মৌচাক বিজ্ঞান ক্লাবের ড. মো. আশরাফুল আলম (গ্যাস লিকেজ সিস্টেম উইথ মোবাইল)।
অনুষ্ঠানে মেলার সেরা প্রকল্পের পাশাপাশি সপ্তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতারও পুরস্কার দেওয়া হয়েছে। কুইজ প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে প্রথম হয়েছেন যশোরের আকিজ কলেজিয়েট স্কুলের ফাহমিদা মুন্নী। দ্বিতীয় হয়েছেন ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের উম্মে হাজেরা লুৎফর। তৃতীয় হয়েছেন ঢাকার নটর ডেম কলেজের মো. আলাভী আল আঞ্জুম।
বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন লালমনিরহাট রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের মো. সাইদুল রহমান, মো. নাজমুন সাকিব ও মো. ফারহান মাহদি উল আলম। দ্বিতীয় হয়েছেন খুলনা জিলা স্কুলের মো. নাজীব মাহমুদ, অর্ণব সাহা ও তাওহীদ রেজা। তৃতীয় হয়েছেন খুলনা পাবলিক কলেজের আনাস ইসবাত হাসান, কাজী তাহমিদ আহনাফ ও মেহেদী হাসান লাবিব।
বিজ্ঞান অলিম্পিয়াডে সেরা হয়েছে কুমিল্লা নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের তাসলিমা তাসনিম। দ্বিতীয় হয়েছেন হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি অ্যান্ড হাইস্কুলের এস এম মাশরুরুর রহমান। তৃতীয় হয়েছে লালমনিরহাট নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের মো. ফারহান মাদাহী উল-আলম।
৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। এ সময় তিনি বলেন, শুধু প্রকল্প প্রদর্শনীই নয়, প্রকল্পের পেছনে যেসব বিজ্ঞানী বা উদ্ভাবক রয়েছেন, তাঁদের দক্ষতা, যোগ্যতা ও সততা প্রয়োজন। ভবিষ্যতে বিজ্ঞানের ক্রমাগত পরিবর্তনশীলতার জন্য বর্তমান তরুণ প্রজন্মকে দৃঢ় চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জিয়াউল হাসান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপাচার্য ড. নজরুল ইসলাম, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহসভাপতি মুনির হাসান এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।