প্রাচীন উভচর প্রজাতির নামকরণ করা হলো পাপেটের নামে

কারমিটপস গ্র্যাটাসের খুলি (বাঁয়ে) ও বর্তমান ব্যাঙের খুলির মধ্যে বেশ সাদৃশ্য রয়েছেছবি: সংগৃহীত

কারমিটপস গ্র্যাটাস নামের প্রাচীন উভচর প্রজাতির একটি প্রাণী নিয়ে বিজ্ঞানীদের বিস্ময়ের শেষ নেই। কারণও আছে, এই প্রাণীটি প্রথম সত্যিকারের উভচর প্রাণী, যা পানি থেকে মাটিতে ভালোভাবে জীবন ধারণ করতে পারত। ২৭ কোটি বছরের পুরোনো একটি ফসিল থেকে কারমিটপস গ্র্যাটাস নামের প্রাণীটির ফসিল পাওয়া গেছে। এই প্রাণীর নামকরণ করা হয়েছে একটি পাপেট চরিত্রের নামে। পাপেট হিসেবে হলিউডের ওয়াক অফ ফেমে তারকা হয়ে অসংখ্য আলোচিত সিনেমা ও টিভি শোর জন্য পরিচিত কারমিট দ্য ফ্রগ নামের পাপেট। তার নামেই নতুন উভচর প্রাণীর নামকরণ করা হয়েছে। ১৯৫৫ সালে জিম হেনসন কারমিট দ্য ফ্রগ নামের বিখ্যাত পাপেট তৈরি করেন।

বিজ্ঞানীরা প্রাচীন উভচর প্রাণীর পূর্বপুরুষের নতুন প্রজাতি আবিষ্কারের পর এই নামকরণ করেন। কারমিটপস গ্র্যাটাস নাম দেওয়া হয়েছে কারণ দ্য মাপেট শোয়ের উজ্জ্বল সবুজ ব্যাঙের চরিত্রের সঙ্গে সাদৃশ্য রয়েছে প্রাণীটির। প্রাগৈতিহাসিক প্রাণীগুলোর মধ্যে প্রথম সত্যিকারের উভচর মনে করা হয় কারমিটপস গ্র্যাটাসকে। প্রাণীটির নমুনা চার দশক আগে যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি এলাকায় আবিষ্কার করা হয়। স্মিথসোনিয়ান ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রির জীবাশ্ম সংগ্রহে অনেক দিন সেই ফসিল পড়ে ছিল। ওয়াশিংটন ডিসির জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির বিজ্ঞানী ক্যালভিন সো বলেন, কারমিট নামটি আমরা ব্যবহার করেছি। জাদুঘরে প্যালিওন্টোলজিস্টদের কাজ সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য এমন নামকরণ করা হয়েছে। জীবাশ্মটি ২০২১ সালে পরীক্ষা করা হয়।

বিজ্ঞানী আরজান মান বলেন, ফসিলটি সত্যিই ভালোভাবে সংরক্ষিত ছিল। মাথার খুলি অংশের অনেকটাই আমরা খুঁজে পেয়েছি। বড় ও ডিম্বাকৃতির চোখের সকেট সমন্বিত কয়েক ইঞ্চি লম্বা জীবাশ্মকৃত খুলির অবশিষ্টাংশ বিশ্লেষণ করা হয়েছে। জীবাশ্মটি একটি টেমনোস্পন্ডিল দলের সদস্যের। প্রাচীন উভচর এই প্রাণী ৩৬ থেকে ২০ কোটি বছর আগে পৃথিবীতে বসবাস করত। মাথার খুলি বিশ্লেষণ করে দেখা গেছে, প্রাণীটি উভচরদের পূর্বপুরুষদের চেয়ে আলাদা। মেরুদণ্ডী প্রাণীটির চোখের পেছনের খুলির অঞ্চলটি বেশ দীর্ঘায়িত ও কিছুটা বাঁকা। মাথার খুলির অনুপাত স্যালামান্ডারের মতো। উভচর ও তাদের পূর্বপুরুষের প্রারম্ভিক জীবাশ্মের সন্ধান পাওয়া প্রায় বিরল।
সূত্র: দ্য গার্ডিয়ান