ইউএফওর সন্ধানে নাসা

নাসারয়টার্স

বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের একজন বিশ্লেষক আকাশে অজ্ঞাতনামা উড়ন্ত বস্তু বা ইউএফওর অস্তিত্ব থাকার দাবি তুলে সবাইকে চমকে দেন। মার্কিন সরকারের কাছে ভিনগ্রহের প্রাণীদের ব্যবহৃত ইউএফও যানবাহনের অস্তিত্ব রয়েছে বলেও জানান তিনি। আর তাই এবার ইউএফও নিয়ে বিস্তারিত তথ্য জানতে নতুন করে গবেষণা দলের পারিচালক নিয়োগ দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তিনি নাসার আন–আইডেনটিফায়েড অ্যানোম্যালাস ফেনোমেনা বা অজ্ঞাতনামা অস্বাভাবিক ঘটনাবিষয়ক গবেষণার পরিচালক হিসেবে কাজ করবেন। নাসার তথ্যমতে, ইউএফও নিয়ে মানুষের অদ্ভুত সব ভাবনা রয়েছে। সেসব ভাবনাকে গুরুত্ব দিয়ে সাধারণ মানুষকে আরও বেশি বিজ্ঞানমনস্ক করে তুলতে নতুন গবেষণা কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

নাসা ইউএফও বিষয়ে আগ্রহী পর্যবেক্ষকদের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগাতে চায়। বৈশ্বিক একটি নেটওয়ার্ক গঠনের মাধ্যমে মহাকাশ বা আকাশসংক্রান্ত অজ্ঞাতনামা বা অস্বাভাবিক ঘটনাগুলোর রহস্য সমাধানেও গবেষণা করতে চায় সংস্থাটি। আর তাই ইউএফওর পাশাপাশি অন্য কোনো প্রাণের সন্ধান বা অজানা ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা জানার অংশ হিসেবে এই কার্যক্রম চালু করা হয়েছে। তবে ইউএফও নিয়ে গবেষণার জন্য নিয়োগ পাওয়া নতুন গবেষকের নাম এখনো প্রকাশ করেনি নাসা।

আরও পড়ুন

নতুন প্রযুক্তি, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংনির্ভর বিশ্লেষণাত্মক কৌশল ব্যবহার করা হবে এই গবেষণায়। একটি স্বাধীন প্যানেলের মাধ্যমে বছরজুড়ে গবেষণা করা হবে। এ বিষয়ে নাসার প্রশাসক বিল নেলসন বলেন, ‘আমার প্রধান লক্ষ্য হলো, অজ্ঞাতনামা উড়ন্ত বস্তু বা ইউএফও নিয়ে যত আলোচনা রয়েছে, তা বিজ্ঞানের দৃষ্টিতে বিবেচনা করা। একধরনের মানসিকতা আমরা অনেক বছর ধরে দেখছি। সবাই “আমাজনে ইন্ডিয়ানা জোনস” সিনেমা দেখে বিনোদন পায়। ক্রিস্টালের খুলি খোঁজা নিয়ে অনেক গল্প রয়েছে। এসব কারণেই আমরা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে জানতে কাজ শুরু করছি। এ ছাড়া সাধারণ মানুষের অংশগ্রহণে ক্রাউডসোর্সিং মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ওপেনসোর্স স্মার্টফোনভিত্তিক অ্যাপের মাধ্যমে নাগরিকেরা তাঁদের পর্যবেক্ষণ করা তথ্য ও ছবি দিতে পারবেন।’

আরও পড়ুন

নাসার সহকারী ডেপুটি অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর ড্যান ইভান্স বলেন, ‘আমরা বৈজ্ঞানিক প্রক্রিয়ার ওপর নির্ভর করে কাজ করি। বিজ্ঞানকে মুক্ত হতে হয়, বিজ্ঞানকে একটি বাস্তব, কঠোর ও যৌক্তিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। সেই বিষয়কে গুরুত্ব দিতে চাইলে চিন্তার স্বাধীনতা প্রয়োজন। সেই পরিপ্রেক্ষিতে আমরা ইউএফও নিয়ে বহুমাত্রিক গবেষণা শুরু করেছি।’

নাসার সহযোগী প্রশাসক নিকোলা ফক্স বলেন, ‘ইউএফও নিয়ে বৈজ্ঞানিক তথ্যের অভাব রয়েছে। এ কারণেই নতুন করে গবেষণা করব আমরা। আমরা বিজ্ঞানী, আমরা সাধারণ মানুষকে সঠিক তথ্য জানাতে চাই। এ ক্ষেত্রে আমরা সব ধরনের বিমানের পাইলটদের অংশগ্রহণ চাই। তাঁরা কোনো কিছু দেখলে আমাদের জানাতে পারেন। অনেক তথ্য পাওয়া যায়, কিন্তু সেগুলোয় সত্যতা ও পর্যবেক্ষণের অভাব রয়েছে। এসব কারণে ইউএফও সম্পর্কে নিশ্চিত বৈজ্ঞানিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আমাদের কাছে এখন পর্যন্ত প্রয়োজনীয় কোনো তথ্য নেই।’
সূত্র: দ্য গার্ডিয়ান