মহাকাশে সবচেয়ে বেশি স্যাটেলাইট রয়েছে কোন কোন দেশের
মহাকাশে স্যাটেলাইটের (কৃত্রিম উপগ্রহ) সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। শিগগিরই সক্রিয় স্যাটেলাইটের সংখ্যা পৃথিবীর কক্ষপথের সর্বোচ্চ সীমা স্পর্শ করতে পারে বলে এরই মধ্যে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। তারপরও মহাকাশে স্যাটেলাইট পাঠানো থেমে নেই। বর্তমানে বিভিন্ন দেশের পাঠানো ১২ হাজার ৯৫২টি স্যাটেলাইট পৃথিবীকে প্রদক্ষিণ করছে। শুধু এ বছরই ১৪৫টি নতুন স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে।
বর্তমানে মহাকাশে সবচেয়ে বেশি স্যাটেলাইট রয়েছে যুক্তরাষ্ট্রের। মহাকাশে দেশটির পাঠানো স্যাটেলাইটের সংখ্যা ৮ হাজার ৫৩০, এর মধ্যে স্টারলিংকের স্যাটেলাইট রয়েছে ৭ হাজার ৪০০টির বেশি। স্যাটেলাইটের মাধ্যমে সারা বিশ্বে ইন্টারনেট-সেবা দিয়ে থাকে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি।
মহাকাশে সবচেয়ে বেশি স্যাটেলাইট পাঠানো দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটির পাঠানো স্যাটেলাইটের সংখ্যা ১ হাজার ৫৫৯টি। ৯০৬টি স্যাটেলাইট পাঠিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে চীন। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য ও জাপান। দেশ দুটির পাঠানো স্যাটেলাইটের সংখ্যা যথাক্রমে ৭৬৩টি ও ২০৩টি।
মহাকাশে সবচেয়ে বেশি স্যাটেলাইট পাঠানো দেশের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ফ্রান্স। নির্ভুল সংখ্যা জানা না গেলেও ১০০টির বেশি স্যাটেলাইট পাঠিয়েছে দেশটি। সপ্তম ও অষ্টম অবস্থানে থাকা ভারত ও জার্মানি পাঠিয়েছে যথাক্রমে ১৩৬টি ও ৮২টি স্যাটেলাইট। ৬৬টি ও ৬৪টি স্যাটেলাইট পাঠিয়ে নবম ও দশম অবস্থানে রয়েছে যথাক্রমে ইতালি ও কানাডা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া