২১ কোটি বছর আগের পাখির জীবাশ্মের মতো দেখতে পায়ের ছাপের সন্ধান

পাখির দেহের জীবাশ্মের মতো দেখতে পায়ের ছাপসাই নিউজ

আফ্রিকা মহাদেশের দেশ লেসোথোর মাফুটসেং এলাকায় পাখির দেহের জীবাশ্মের মতো দেখতে পায়ের ছাপের সন্ধান পেয়েছেন একদল গবেষক। পাখির প্রাচীনতম দেহের জীবাশ্মের বয়স ৬ কোটি বছর হলেও এই পায়ের ছাপগুলোর মধ্যে সবচেয়ে পুরোনোটির বয়স ২১ কোটি বছরেরও বেশি। গবেষকেরা প্রাথমিকভাবে ছাগগুলোকে অজানা কোনো প্রাণীর বা ডাইনোসরের পায়ের ছাপ বলে ধারণা করছেন।

এ বিষয়ে দক্ষিণ আফ্রিকার কেপ টাউন বিশ্ববিদ্যালয়ের জীবাশ্মবিদ মিয়েনগাহ আব্রাহামস ও এমিস বোর্ডি জানিয়েছেন, বর্তমানে সারা বিশ্বে পাখিদের প্রায় ১০ হাজার জীবিত প্রজাতি রয়েছে। পাখিদের প্রাথমিক বিবর্তনের ইতিহাস এখনো অজানা। ধারণা করা হয়, পাখিরা আদি ডাইনোসরের বিবর্তনের ধারায় এসেছে। ডাইনোসরদের মধ্যে থেরোপড ডাইনোসর থেকে পাখিদের বিকাশ। থেরোপড ডাইনোসর দলের সদস্য মানিরাপ্টোরাকে পাখির আদি পুরুষ হিসেবে মনে করা হয়। যদিও এ পাখির জন্মের সময় নিয়ে নানা বিতর্ক রয়েছে। পাখিদের প্রাচীনতম দেহের জীবাশ্মের তথ্যগুলো মূলত মধ্য থেকে শেষ জুরাসিক সময়ের মধ্যে। সময়কাল ১৫ থেকে ১৬ কোটি বছর আগের। অরোর্নিস, অ্যাঙ্কিওর্নিস, আর্কিওপ্টেরিক্স এবং জিয়াওটিংগিয়াদের আদি পাখির পূর্বসূরি মনে করা হয়। এবার ট্রায়াসিক যুগের শেষ সময়কার পাখির দেহের জীবাশ্মের মতো দেখতে তিন আঙুলের পায়ের ছাপের সন্ধান পাওয়া গেছে।

পায়ের ছাপগুলো সম্ভবত প্রারম্ভিক বা প্রাক-জুরাসিক যুগে উদ্ভূত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এর আগে ট্রায়াসিক উত্তর যুগের কিছু প্রাণীর দেহের জীবাশ্মের নমুনা পাওয়া যায়, যেগুলো দেখতে প্রোটোভিস পাখির মতো। তবে প্রোটোভিস পাখি না প্রাণী তা নিয়ে তথ্য-প্রমাণের অভাব রয়েছে। এই প্রেক্ষাপটে পাখির উৎপত্তি ও ডাইনোসরের বিবর্তন নিয়ে অনেক প্রশ্ন রয়েই গেছে বিজ্ঞানীদের কাছে। আর তাই প্রাচীন পাখির মতো প্রাণীর জীবাশ্মের সন্ধান পাওয়ার ঘটনা প্যালিওন্টোলজিকাল আবিষ্কারের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

দক্ষিণ আফ্রিকার লেসোথোর চারটি স্থানে জীবাশ্মযুক্ত পায়ের ছাপের সন্ধান পেতে গবেষণা চালানো হয়। দীর্ঘদিন গবেষণার পর মাফুটসেংয়ে ৮০ মিটার ট্র্যাকসাইট থেকে পায়ের ছাপের সন্ধান পাওয়া যায়। প্রাথমিকভাবে অনেক গবেষক পায়ের ছাপগুলোকে অর্নিথিসিয়ান ডাইনোসরের বলে মনে করছেন। অন্যদের ধারণা, পায়ের ছাপগুলো পাখির মতো কোনো প্রাণীর। নতুন গবেষণায় দেখা যাচ্ছে ট্রাইসারোপডিস্কাস মরফোটাইপের দুটি ধরন রয়েছে, যার একটির পাখির মতো পায়ের ছাপ ছিল, আর অন্যটি সাধারণ ডাইনোসরের মতো। এই পায়ের ছাপে মধ্যে সবচেয়ে প্রাচীন ছাপগুলোর বয়স ২১ কোটি বছরেরও বেশি পুরোনো।

গবেষণার পিএলওএস ওয়ান জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষকেরা মনে করছেন, পায়ের ছাপগুলো কোন প্রাথমিক পর্যায়ের ডাইনোসরদের। কাছাকাছি সময়ের কোনো পাখিরও হতে পারে। এমনকি এগুলো বিবর্তন হওয়া কোনো সরীসৃপের পায়ের ছাপও হতে পারে।

সূত্র: সাই নিউজ