মঙ্গল গ্রহে একবারে দীর্ঘ পথ ভ্রমণের রেকর্ড গড়েছে পার্সিভারেন্স রোভার
হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া—‘এই পথ যদি না শেষ হয়’ গানের মতো মঙ্গল গ্রহে নাসার পাঠানো পার্সিভারেন্স রোভারের পথচলা যেন শেষই হচ্ছে না। শুধু তা–ই নয়, গত ১৯ জুন একবারে ৪১১ মিটার পাথুরে পথ অতিক্রম করে দীর্ঘতম একক ড্রাইভ সম্পন্ন করে ইতিহাস গড়েছে পার্সিভারেন্স রোভার।
মঙ্গল গ্রহে থাকা রোভারের তুলনায় পার্সিভারেন্স রোভারকে বেশ গতিশীল বলা যায়। পার্সিভারেন্স রোভারে থাকা সফটওয়্যার চলন্ত অবস্থাতেই ছবি তোলার পাশাপাশি সেগুলো স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ করতে পারলেও অন্য রোভারকে ছবি তোলার জন্য থামতে হয়। আর তাই ২০২১ সালে মঙ্গল গ্রহে অবতরণের পর থেকে পার্সিভারেন্সের মাধ্যমে তথ্য সংগ্রহের সুযোগ বেড়েছে।
গত দেড় মাস ধরে পার্সিভারেন্স জেজেরো ক্র্যাটারের রিমের বাইরের ঢালে ক্রোকোডিলেন মালভূমিতে মাটির তৈরি শিলার নমুনা সংগ্রহ করছে। নমুনায় ফাইলোসিলিকেট নামে পরিচিত খনিজ পদার্থ পাওয়া গেলে অতীতে মঙ্গল গ্রহে প্রচুর পরিমাণে পানির অস্তিত্ব নিশ্চিত করা যাবে। ফাইলোসিলিকেট প্রাচীন জৈব পদার্থ সংরক্ষণের জন্য পরিচিত।
পার্সিভারেন্সের কর্মসূচির সঙ্গে যুক্ত বিজ্ঞানী কেন ফারলি জানান, সম্ভাব্য জৈব পদার্থ খুঁজে পেলে মঙ্গল গ্রহের বিবর্তনের তথ্য জানা যাবে। মঙ্গল গ্রহের প্রাচীনতম ভূতাত্ত্বিক যুগ নোয়াচিয়ানের সময় গঠিত হয়েছিল ক্রোকোডিলেন, যা মঙ্গল গ্রহের প্রাচীনতম শিলাগুলোর মধ্যে একটি। ক্রোকোডিলেন মালভূমিতে পার্সিভারেন্স বেশ ভঙ্গুর শিলা খুঁজে পেয়েছে।
সূত্র: এনডিটিভি