পেঙ্গুইন রক্ষায় মামলা

আফ্রিকান পেঙ্গুইনরয়টার্স

বিলুপ্ত প্রজাতির পেঙ্গুইন বাঁচাতে বার্ডলাইফ সাউথ আফ্রিকা ও সাউদার্ন আফ্রিকান ফাউন্ডেশন ফর দ্য কনজারভেশন অব কোস্টাল বার্ডস (সানকোব) দক্ষিণ আফ্রিকার সরকারের বিরুদ্ধে মামলা করেছে। সরকার বিপন্ন প্রজাতির পেঙ্গুইন রক্ষা করতে ব্যর্থ হওয়ায় এ মামলা করেছে তারা। দেশটিতে এ ধরনের মামলা এই প্রথম।

জলবায়ু পরিবর্তনসহ খাবারের অভাবে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে বিভিন্ন প্রাণী। এই তালিকায় আফ্রিকান পেঙ্গুইনের নামও রয়েছে। জলবায়ুবিজ্ঞানীদের তথ্যমতে, খাবারের অভাবে পেঙ্গুইনের এই প্রজাতির সংখ্যা প্রতিবছর প্রায় ৮ শতাংশ হারে কমে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার বেটিস উপসাগরের পাথুরে তীরের চারপাশে বর্তমানে আনুমানিক ৮ হাজার ৭৫০ জোড়া পেঙ্গুইন রয়েছে। এসব পেঙ্গুইন রক্ষায় দ্রুত পদক্ষেপ না নিলে পৃথিবী থেকে পুরোপুরি হারিয়ে যেতে পারে।

আরও পড়ুন

বার্ডলাইফ সাউথ আফ্রিকার সামুদ্রিক পাখি সংরক্ষণকারী ও বিজ্ঞানী অ্যালিস্টার ম্যাকিনেস জানিয়েছেন, আফ্রিকান পেঙ্গুইনগুলোর বেশির ভাগই রয়েছে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ায়। গত শতাব্দীতে এদের ৯৯ শতাংশই বিলুপ্ত হয়ে গেছে। এ প্রবণতা চলতে থাকলে ভবিষ্যতে এ প্রজাতির পেঙ্গুইন আর দেখা যাবে না। ধারণা করা হচ্ছে, ২০৩৫ সালের মধ্যে এসব পেঙ্গুইন পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে।

আফ্রিকার দক্ষিণ-পশ্চিম উপকূলরেখা বরাবর সাতটি অঞ্চলে থাকা পেঙ্গুইনগুলো পছন্দের খাবার হচ্ছে সার্ডিন ও অ্যাঙ্কোভি মাছ। কিন্তু বাণিজ্যিকভাবে শিকার করায় মাছগুলোর সংখ্যাও দ্রুত কমে যাচ্ছে। ফলে খাবারের অভাবে পেঙ্গুইন ঝুঁকির মুখে পড়েছে। কিছু এলাকায় মাছ ধরা নিষিদ্ধ করা হলেও পেঙ্গুইন রক্ষায় তা যথেষ্ট নয়। এ ছাড়াও তেল ও গ্যাস অনুসন্ধানের সময় শব্দদূষণ হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পেঙ্গুইনগুলো। এই সংকট মোকাবিলা না করলে দ্রুত বিলুপ্ত হয়ে যাবে পেঙ্গুইনগুলো।

সূত্র: বিবিসি