‘সবুজ পৃথিবীর সন্ধানে’ প্রতিযোগিতায় মাধ্যমিক স্তরে চ্যাম্পিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ
প্রকৃতি ও পরিবেশ নিয়ে বিশ্বব্যাংকের আয়োজনে গ্রিন আর্থ কোয়েস্ট (সবুজ পৃথিবীর সন্ধানে) প্রতিযোগিতার মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের চূড়ান্ত পর্ব গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই–টেক সিটির ইএটিএল ইনোভেশন হাবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এথিকস অ্যাডভান্সড টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিভাগীয় পর্বে নির্বাচিত ১৬টি দল চূড়ান্ত পর্বে অংশ নেয়। এর মধ্য থেকে সেরা আট এবং পরে সেরা চার দল চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়। চূড়ান্ত পর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের দ্য প্রাইম দল চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম রানার্সআপ হয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজের দ্য কুইজেনগামট, দ্বিতীয় রানার্সআপ হয়েছে ময়মনসিংয় জেলা স্কুলের ইনভিন্সিবল ও তৃতীয় রানার্সআপ হয়েছে গোপালগঞ্জের সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের (পাইলট)জিকেইউআই কুইজ ক্লাব দল।
গ্রিন আর্থ কোয়েস্ট প্রতিযোগিতায় সারা দেশ থেকে মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তরের ২১ হাজার দলে ৬২ হাজার ছাত্রছাত্রী নিবন্ধন করেছিল। মাধ্যমিক স্তরের ১৬ হাজার ২৪৩ দলের মধ্য থেকে অনলাইন পর্বের মাধ্যমে ১২৮টি দল বিজয়ী হয়। এরপর বিভাগীয় পর্বে দেশের আট বিভাগ থেকে চূড়ান্ত পর্বের জন্য ১৬টি দল নির্বাচিত হয়।
গতকাল চূড়ান্ত পর্বের পর অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে ইএটিএল ইনোভেশন হাবের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান উপস্থিত ছিলেন।