পৃথিবীর বাইরে কিসের কিচিরমিচির শুনছেন বিজ্ঞানীরা

শুধু পৃথিবীর কাছাকাছি জায়গায় কোরাস তরঙ্গের উপস্থিতি পাওয়া যায়ছবি: নেচার

পাখির কিচিরমিচির আমাদের চারপাশেই শোনা যায়। বিজ্ঞানীরা পৃথিবী থেকে দেড় লাখ কিলোমিটার দূর থেকে এমন কিচিরমিচিরের খোঁজ পেয়েছেন। আসলেই কি এই কিচিরমিচির কোনো পাখির শব্দ, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিজ্ঞানীরা বলছেন, এই শব্দ মহাকাশ বিকিরণের জটিল আচরণ ও আমাদের গ্রহের ওপরে তার প্রভাব বোঝার জন্য নতুন পথ খুলে দিয়েছে।

মহাকাশে অনেক সময় শক্তিশালী প্রাকৃতিক বিদ্যুৎচৌম্বকীয় (ইলেকট্রোম্যাগনেটিক) তরঙ্গের নির্গমন দেখা যায়। বিপজ্জনক ধরনের এমন বিকিরণ মানুষ ও উপগ্রহকে প্রভাবিত করতে পারে। জ্যোতির্বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল দূরের মহাকাশের একটি অঞ্চল থেকে এমন অদ্ভুত ধরনের কিচিরমিচির শনাক্ত করেছে। এসবকে কোরাস তরঙ্গও বলা হয়, যা আসলে ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণের ক্ষুদ্র স্পন্দন। পৃথিবী পৃষ্ঠের ওপরেও এমন শব্দতরঙ্গের উপস্থিতি রয়েছে। এর আগে পৃথিবী থেকে ৫১ হাজার কিলোমিটার দূরে এমন তরঙ্গ শনাক্ত হয়েছিল।

নেচার সাময়িকীতে প্রকাশিত নতুন এক গবেষণায় বলা হচ্ছে, পৃথিবী থেকে অনেক দূরে একই ধরনের বিকিরণের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। ১ লাখ ৬৫ হাজার কিলোমিটার দূরে এমন তরঙ্গের খোঁজ মিলেছে। সেই তরঙ্গের উৎস কী, তা নিয়ে জানতে আগ্রহী বিজ্ঞানীরা। এত দূরে পৃথিবীর চৌম্বকক্ষেত্রের প্রভাব আছে কি না, তা বিশদভাবে জানতে চান বিজ্ঞানীরা। মঙ্গল, বৃহস্পতি, শনি গ্রহসহ অন্যান্য অনেক গ্রহে এমন কোরাস তরঙ্গ দেখা যায়। বিভিন্ন গ্রহের চারপাশে চৌম্বকীয় ক্ষেত্র কেমন, তা জানতে সহায়তা করে এই তরঙ্গ। নতুন শব্দ উৎস পৃথিবীর চৌম্বকক্ষেত্রে বিস্তৃতি নিয়ে জানার সুযোগ দেবে বিজ্ঞানীদের।

সূত্র: এনডিটিভি