মঙ্গল গ্রহ নিয়ে ইউরোপীয় মহাকাশ সংস্থার নতুন পরিকল্পনা

মঙ্গল গ্রহনাসা

লাল রঙের মঙ্গল গ্রহ নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। তাই দীর্ঘদিন ধরে মঙ্গল গ্রহকে প্রাণধারণের উপযোগী করতে গবেষণা করছেন বিজ্ঞানীরা। শুধু বিজ্ঞানীরাই নন, মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপনের জন্য কাজ করছেন স্পেসএক্স, টেসলাসহ খুদে ব্লগ লেখার সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। আগামী দশকের মধ্যে মঙ্গল গ্রহে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসাও। এবার আগামী ১৫ বছরের মধ্যে মঙ্গল গ্রহে যেতে চায় ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইসা)। এরই মধ্যে মঙ্গল গ্রহে মানববসতি স্থাপনের একটি উচ্চাভিলাষী পরিকল্পনাও প্রকাশ করেছে সংস্থাটি।

ইউরোপীয় মহাকাশ সংস্থার পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৫ বছরের মধ্যে মঙ্গল গ্রহে স্বনির্ভর আবাসস্থল তৈরির পাশাপাশি এআই প্রযুক্তি কাজে লাগিয়ে বিভিন্ন ফসল উৎপাদন করা হবে। এ পরিকল্পনা বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ থাকলেও ইউরোপের বিভিন্ন দেশের সহযোগিতা ও প্রযুক্তিগত অগ্রগতির কাজে লাগিয়ে মঙ্গল গ্রহে থাকার স্বপ্ন পূরণ করা হবে।

ইউরোপীয় মহাকাশ সংস্থার মহাপরিচালক জোসেফ অ্যাশবাচার জানিয়েছেন, নতুন এ পরিকল্পনা পৃথিবীর কক্ষপথ ও তার বাইরে ইউরোপের স্থিতিশীল উপস্থিতি গড়ে তোলার রোডম্যাপের অংশ। প্রযুক্তি ২০৪০ শীর্ষক এই পরিকল্পনায় মহাকাশে মরূদ্যান তৈরি করতে চায় ইউরোপীয় মহাকাশ সংস্থা। মঙ্গল গ্রহের মরূদ্যানে থাকবে স্বায়ত্তশাসিত এআই সিস্টেম, রোবোটিক সহকারীসহ স্মার্ট সেন্সরযুক্ত শহর। বিদ্যুৎ উৎপাদন ও বর্জ্য পুনর্ব্যবহারের প্রযুক্তি থাকবে সেখানে। নিয়ন্ত্রিত গ্রিনহাউস মডিউলের মাধ্যমে উৎপাদন করা হবে আলু, ধান ও পাতাযুক্ত শাকসবজি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া