পৃথিবীর দিকে ধেয়ে আসছে ২০০ ফুট চওড়া গ্রহাণু

গ্রহাণুফাইল ছবি: নাসা

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, পৃথিবীর দিকে ধেয়ে আসছে ‘২০২৪ ওয়াইআর৪’ নামের এক গ্রহাণু। প্রায় ২০০ ফুট চওড়া এই গ্রহাণুর পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এই গ্রহাণু কোনো ঘনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানলে বড় ধরনের ক্ষতি হতে পারে।

নাসার তথ্যমতে, পৃথিবীর দিকে ধেয়ে এলেও গ্রাহাণুটির আঘাত হানার সম্ভাবনা বেশ কম, মাত্র ১.২ শতাংশ। এ বিষয়ে আর্থ ইমপ্যাক্ট মনিটরিং সিস্টেম জানিয়েছে, গ্রহাণুটির সরাসরি আঘাতের সম্ভাবনা ১.৩ শতাংশ। তবে গ্রহাণুটি আঘাত হানলে দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে আফ্রিকার যেকোনো অঞ্চল ক্ষতিগ্রস্ত হতে পারে।

আরও পড়ুন

নাসা এই গ্রহাণুকে শহর ধ্বংসকারী গ্রহাণু হিসেবে আখ্যা দিলেও দ্বিমত পোষণ করেছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী রিচার্ড পি বিনজেল। পৃথিবীর দিকে ধেয়ে এলেও গ্রহাণুটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন তিনি। তাঁর মতে, ১.২ শতাংশ ও ১.৩ শতাংশের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। গ্রহাণুটির বিষয়ে এখনো সব তথ্য জানা যায়নি।

নাসার অনুমান, ২০৩২ সালের ডিসেম্বর মাসে পৃথিবীতে গ্রহাণুটি আঘাত হানতে পারে। আঘাত না হানলেও পৃথিবী থেকে ৬৬ হাজার মাইলের মধ্যে চলে আসবে গ্রহাণুটি। আর তাই গ্রহাণুটিকে ঝুঁকির তালিকায় রাখা হয়েছে।

সূত্র: ডেইলি মেইল