কম্পিউটারবিজ্ঞানের নোবেলখ্যাত টুরিং পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা

এভি উইগডারসন

কম্পিউটারবিজ্ঞানসংক্রান্ত কাজ ও গবেষণার জন্য সম্মানজনক পুরস্কার হিসেবে আলোচিত টুরিং পুরস্কার। কম্পিউটারবিজ্ঞানের নোবেলখ্যাত ২০২৩ সালের টুরিং পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। গণিতবিদ ও কম্পিউটারবিজ্ঞানী এভি উইগডারসন কম্পিউটারবিজ্ঞানে পরিবর্তন আনতে র‌্যানডমনেস (randomness) বা এলোমেলো গণনা অ্যালগরিদমে ব্যবহারের মাধ্যমে সমস্যা সমাধান করার জন্য এ বছরের টুরিং পুরস্কার জিতেছেন। তিনি পুরস্কার হিসেবে ১০ লাখ মার্কিন ডলার পাবেন।

এভি এলোমেলো গণনা ও অ্যালগরিদমের মধ্যে সংযোগ তৈরি করেন। ১০ এপ্রিল অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারিজ (এসিএম) বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করে। ৬৭ বছর বয়সী এই ইসরায়েলি গণিতবিদ প্রিন্সটনের ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডির গণিতের অধ্যাপক। তিনি কম্পিউটেশনাল কমপ্লেক্স তত্ত্বের জন্য সবচেয়ে বেশি পরিচিত। এভি তিন বছর আগে ২০২১ সালে গণিতে অবদানের জন্য আরেক বিখ্যাত পুরস্কার অ্যাবেল জিতেছিলেন। তিনি ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডিজের স্কুল অব ম্যাথমেটিকসের হার্বার্ট এইচ ম্যাস অধ্যাপক। ১৯৮৩ সালে তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটারবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ক্লাউড নেটওয়ার্ক থেকে শুরু করে ক্রিপ্টোগ্রাফি–সংক্রান্ত কম্পিউটিংয়ে অসংখ্য অগ্রগতি বিকাশে এভি তাত্ত্বিকভাবে কাজ করেছেন। এসিএমের সভাপতি ইয়ানিস আইওনিডিস বলেন, এভি তাত্ত্বিক কম্পিউটারবিজ্ঞানের প্রভাবশালী গবেষক। ১৯৯০ দশক থেকে তিনি তাঁর কাজের মাধ্যমে আলোচনায় আছেন। গণিত কম্পিউটারবিজ্ঞানের ভিত্তি। এভির কাজ তাত্ত্বিক কম্পিউটারবিজ্ঞানের সঙ্গে গাণিতিক বিভিন্ন ক্ষেত্র সংযুক্ত করেছে। তাঁর কাজ নিয়ে প্রতিশ্রুতিশীল তরুণ গবেষকেরা বেশ আগ্রহী। তাত্ত্বিক কম্পিউটারবিজ্ঞানে তার পরোক্ষ কিন্তু যথেষ্ট প্রভাব রয়েছে।

কম্পিউটার অ্যালগরিদম সহজাতভাবেই ডিটারমিনেস্টিক বা নির্দিষ্ট। বাস্তব জগতের এলোমেলো বিষয়টি অ্যালগরিদমের জন্য সীমাবদ্ধ। এ কারণে অনেক সমস্যা গণনাগতভাবে কঠিন বলে বিবেচিত হয় বা সমাধানযোগ্য নয় বলে মনে করা হতো। ডিটারমিনেস্টিক বা নির্ধারক অ্যালগরিদম দিয়ে এসব সমাধান করা কঠিন ছিল। এভি ও তার সহকর্মী রিচার্ড কার্প গণনা করার নতুন উপায় বের করেন। জিরো নলেজ প্রুফ নিয়ে তাঁর কাজ ক্রিপ্টোগ্রাফি ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। প্রযুক্তিতে গোপনীয়তা, সম্মতি, পরিচয় যাচাইকরণ ও ব্লকচেইন প্রযুক্তির আধুনিক অ্যাপ্লিকেশনে তাঁর গবেষণা ব্যবহার করা হয়।

গুগল রিসার্চ ও গুগল ডিপমাইন্ডের প্রধান বিজ্ঞানী জেফ ডিন বলেন, কম্পিউটারবিজ্ঞানে এই র‌্যানডমনেস বা এলোমেলো গণনার বিষয়টি অন্তর্ভুক্ত করার কারণে দ্রুত অ্যালগরিদম ডিজাইন করার সুযোগ তৈরি হয়। এভি নতুন দিগন্ত তৈরি করেন। তিনিই একমাত্র ব্যক্তি যিনি অ্যাবেল পুরস্কার ও টুরিং পুরস্কার জিতেছেন। টুরিং পুরস্কারের পুরোনাম এসিএম এএম টুরিং পুরস্কার, যা প্রতিবছর দেওয়া হয়।

কম্পিউটারবিজ্ঞান ও প্রযুক্তিসংশ্লিষ্ট অবদানের জন্য এই পুরস্কার কম্পিউটারবিজ্ঞানের সর্বোচ্চ পুরস্কার হিসেবে বিবেচিত হয়। কম্পিউটারবিজ্ঞানের নোবেলখ্যাত এই পুরস্কার ব্রিটিশ গণিতবিদ অ্যালান টুরিংয়ের নামে নামকরণ করা হয়। টুরিং তাত্ত্বিক কম্পিউটারবিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তার পথিকৃৎদের একজন। ১৯৬৬ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

সূত্র: প্রিন্সটন বিশ্ববিদ্যালয় ও লাইভ সায়েন্স