রহস্যময় আন্তনাক্ষত্রিক ধূমকেতুটি আসলে কী

৩আই/অ্যাটলাস নামের রহস্যময় এক ধূমকেতুর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরাছবি: নাসা

কয়েক সপ্তাহ ধরে ভিন্ন নক্ষত্র থেকে আসা রহস্যময় এক ধূমকেতু আমাদের সৌরজগৎ ভ্রমণ করছে। প্রথম দিকে ৩আই/অ্যাটলাস নামের ধূমকেতুটির পরিচয় নিয়ে বেশ বিতর্ক ছিল। পরে বিভিন্ন গবেষণার মাধ্যমে ধূমকেতুটির পরিচয় নিশ্চিত করেন বিজ্ঞানীরা। গত মাসের শুরুতে চিলিতে অবস্থিত অ্যাটলাস সার্ভে টেলিস্কোপের মাধ্যমে ধূমকেতুটি শনাক্ত করা হয়।

বিজ্ঞানীদের তথ্যমতে, ১২ মাইলের বেশি চওড়া ধূমকেতুটি প্রতি সেকেন্ডে ৩৭ মাইল গতিতে ভ্রমণ করছে। আগামী ৩০ অক্টোবর ধূমকেতুটি ১৩ কোটি মাইল দূর থেকে পৃথিবীকে অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক পর্যবেক্ষণের পর ধূমকেতুটিকে গ্রহাণু বলে ধারণা করা হলেও পরে বিভিন্ন গবেষণার মাধ্যমে আন্তনাক্ষত্রিক ধূমকেতু হিসেবে চিহ্নিত করা হয়।

বিজ্ঞানীদের অনেকে ধূমকেতুটিকে একটি সাধারণ বরফের ধূমকেতু হিসেবে বর্ণনা করলেও যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতিপদার্থবিজ্ঞানী আভি লোয়েব নতুন করে চিন্তা করার পরামর্শ দিয়েছেন। তিনি মনে করেন, ধূমকেতুটি কোনো প্রাকৃতিক বস্তু না হয়ে ভিনগ্রহের কোনো প্রযুক্তির নমুনাও হতে পারে। আর তাই সহকর্মীদের নিয়ে ধূমকেতুটির অস্বাভাবিক গতি ও গতিপথ বিশ্লেষণ করছেন তিনি।

বিজ্ঞানীদের ধারণা, এই ধূমকেতুতে বরফ থাকতে পারে। পরিসংখ্যানগত পদ্ধতি অনুসরণ করে বলা হচ্ছে, ৩আই/অ্যাটলাস নামের ধূমকেতুটি সম্ভবত আমাদের দেখা সবচেয়ে প্রাচীন ধূমকেতু। আগের খোঁজ পাওয়া আন্তনাক্ষত্রিক বস্তুর তুলনায় মিল্কিওয়ের সম্পূর্ণ ভিন্ন অঞ্চল থেকে এসেছে এই ধূমকেতু।

সূত্র: এনডিটিভি