বাংলাদেশের ১০ গুণ বেশি আয়তনের বরফ গলেছে অ্যান্টার্কটিকায়

অ্যান্টার্কটিকা মহাদেশে বরফের আয়তন কমেছেরয়টার্স

অ্যান্টার্কটিকা মহাদেশ পুরোটাই বরফ-সমুদ্রে আচ্ছাদিত। রহস্যময়ী অ্যান্টার্কটিকা মহাদেশকে ঘিরে রেখেছে অ্যান্টার্কটিক মহাসাগর বা সাউদার্ন ওশেন। সেই মহাসাগরের বরফ নতুন করে দুশ্চিন্তায় ফেলেছে বিজ্ঞানী ও জলবায়ু গবেষকদের। স্যাটেলাইটের তথ্য জানাচ্ছে, এবারের শীতে সবচেয়ে কম বরফ দেখা যাচ্ছে অ্যান্টার্কটিক মহাসাগরে। যুক্তরাজ্যের ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টারের গবেষক ওয়াল্টার মেইয়ার বলেন, ‘আমরা আগে এমনটি কখনই খেয়াল করিনি। আমার নতুন তথ্যে বিস্মিত হচ্ছি। অ্যান্টার্কটিকার অস্থিতিশীল আবহাওয়া পুরো পৃথিবীর ওপরে সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে। এটার পরিণতি ভালো হওয়ার সুযোগ নেই।  আমাদের এই গ্রহকে অ্যান্টার্কটিকা বরফ শীতল রাখে বলেই পৃথিবী রেফ্রিজারেটর থেকে রেডিয়েটরে রূপান্তরিত হতে পারছে না। অ্যান্টার্কটিক মহাসাগর পৃষ্ঠে ভাসমান বরফের আকার বর্তমানে প্রায় ১ কোটি ৭০ লাখ বর্গ কিলোমিটার। এ বছরের সেপ্টেম্বরে বরফের আয়তন কমেছে প্রায় ১৫ লাখ বর্গ কিলোমিটার। এক কথায় বলা যায়, বাংলাদেশের আয়তনের ১০ গুণ বেশি বরফ হারিয়ে গেছে অ্যান্টার্কটিকায়।’

বিশ্বের তাপমাত্রার ওপরে অ্যান্টার্কটিকার বিশাল বরফের প্রভাব রয়েছে। অ্যান্টার্কটিকার সাদা বরফের আস্তরণ সূর্যের আলোক শক্তিকে প্রতিফলনের মাধ্যমে বায়ুমণ্ডলে ফিরিয়ে দেয়। আবার এই বরফ সমুদ্রের নিচের পানিকে শীতল করে রাখে। বিজ্ঞানীরা এখন বরফ কমে যাওয়ার কারণ চিহ্নিত করার চেষ্টা করছেন। এটা আসলেই রহস্য বলে মনে করছেন তাঁরা। অ্যান্টার্কটিকার নানা তথ্যাদি এমনি সংগ্রহ করা চ্যালেঞ্জিং বলে রহস্য বাড়ছে। ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী রবি ম্যালেট বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, পুরো পরিস্থিতি কতটা ঝুঁকিপূর্ণ। ২০২৩ সালে যখন বৈশ্বিক তাপ ও সমুদ্রের তাপমাত্রার রেকর্ড হচ্ছে, সেখানে সমুদ্রের বরফের দিকে মনোযোগ না দিলে আরও বিপদ বাড়বে বলা যায়। অ্যান্টার্কটিক উপদ্বীপের জলবায়ুকে বিশ্লেষণ করে এমনটাই শঙ্কা করা হচ্ছে।’

বিজ্ঞানী ও গবেষকেরা প্রচণ্ড ঠান্ডা ও শক্তিশালী বাতাসের কারণে এই বছরের সমুদ্রের বরফ নিয়ে তথ্যাদি সংগ্রহে বাধাগ্রস্ত হয়েছে। জলবায়ু গবেষণা কতটা ঝুঁকিপূর্ণ, তা নিয়ে ম্যালেট বলেন, ‘বরফের আস্তরণ ভেঙে যাওয়ার ঝুঁকি অনেক। আমাদের সমুদ্রে ভেসে যাওয়ার অনেক ঝুঁকি রয়েছে। কিছু এলাকার সামনের অংশে খুব পাতলা সামুদ্রিক বরফ দেখা যায়, যা নিলাস নামে পরিচিত। এই পাতলা বরফে আস্তরণ কম বাতাসময় পরিবেশ তৈরি করে, যেখানে কাজ করা অনেক কঠিন।’

সামুদ্রিক বরফ মহাদেশের শীতকালে তৈরি হয়। মার্চ থেকে অক্টোবর সময় পর্যন্ত বরফ বিস্তৃত হয়। সাগর আর স্থলের বরফের মাধ্যমে বিশাল একটি ইকোসিস্টেম রয়েছে। সামুদ্রিক বরফ অ্যান্টার্কটিকার ভূমিকে ঢেকে রাখে। এটা প্রতিরক্ষামূলক হাতের মতো কাজ করছে। এই সামুদ্রিক বরফ সমুদ্রকে উত্তপ্ত হতে বাধা দেয়। ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে দলের বিজ্ঞানী ক্যারোলিন হোমস বলেন, ‘আমাদের অনেক অনেক কারণ আছে দুশ্চিন্তার, কিন্তু সমাধানের উপায় কোথায়? ১৯৯০ সাল থেকে এযাবৎ বরফ হারিয়ে অ্যান্টার্কটিকার কারণে সমুদ্রের উচ্চতা বেড়েছে ৭.২ মিলিমিটার। ২০২২ সালের মার্চে সেখানকার তাপমাত্রা থাকার কথা—৫০ ডিগ্রি সেলসিয়াস, কিন্তু দেখা যায়—১০ ডিগ্রি সেলসিয়াস। সামুদ্রিক বরফ সংকুচিত হওয়ার প্রভাব গ্রীষ্মের সময় আমরা স্পষ্ট দেখতে পাই। প্রতিটি গ্রীষ্মেই এখন বরফ গলে যাওয়ার প্রতিক্রিয়া বেশ গভীরভাবে দেখা যাচ্ছে। যত বেশি সামুদ্রিক বরফ অদৃশ্য হচ্ছে ততই সমুদ্রের অন্ধকার অঞ্চল উন্মুক্ত হচ্ছে। বরফ-সমুদ্র সূর্যালোককে প্রতিফলিত করার কাজ করে। এখন সেখানে বরফ না থাকার কারণে সূর্যের শক্তি শোষণ করছে সমুদ্র। সমুদ্রের উষ্ণতা বাড়ার কারণে আরও বরফ গলে যায়। একে আইস-অ্যালবেডো প্রভাব বলে।’
সূত্র: বিবিসি