বিজ্ঞান ও প্রযুক্তির ভবিষ্যৎ পরাশক্তির শীর্ষ দশে ইরান

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে সম্ভাবনাময় শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে ইরানরয়টার্স

অস্ট্রেলিয়াভিত্তিক অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট (এএসপিআই) প্রকাশিত এক প্রতিবেদনে বিজ্ঞান ও প্রযুক্তি পরাশক্তির দেশগুলোর মধ্যে ভবিষ্যতের শীর্ষ দশে স্থান করে নিয়েছে ইরান। ক্রিটিক্যাল টেকনোলজি ট্র্যাকার শিরোনামের এ প্রতিবেদনে ভবিষ্যৎ বিজ্ঞান ও প্রযুক্তি পরাশক্তির দেশগুলোর মধ্যে নবম স্থানে রয়েছে দেশটি। অস্ট্রেলীয় সরকার প্রতিষ্ঠিত এএসপিআই অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অবস্থিত একটি প্রতিরক্ষা এবং কৌশলগত গবেষণা প্রতিষ্ঠান, যা এ বিষয়ে ‘থিঙ্কট্যাংক’ হিসেবে কাজ করে।

এএসপিআইয়ের তথ্যমতে, হাইপারসনিকস, অর্থাৎ শব্দের গতিবেগের চেয়ে বেশি গতির উন্নত বিমান ইঞ্জিন নিয়ে গবেষণার সূচকে চীন ও যুক্তরাষ্ট্রের পরে চতুর্থ স্থানে রয়েছে ইরান। ফলে দেশটি এখন এসব ক্ষেত্রে জাপান, ইতালি ও যুক্তরাজ্যকে ছাড়িয়ে গেছে। শুধু তা–ই নয়, জৈব জ্বালানি, বস্তু বিজ্ঞান (ম্যাটেরিয়াল সায়েন্স) এবং নতুন প্রযুক্তিতে ইরান শীর্ষ চারটি দেশের মধ্যে রয়েছে। সিনথেটিক বায়োলজি নিয়ে সারা বিশ্বের মোট গবেষণা প্রকাশনার ২ শতাংশ এখন ইরানের দখলে। এ তালিকার শীর্ষ আটে অবস্থান করছে দেশটি।

চীন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতার বাইরে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতেও ইরান অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে। এ ছাড়া দেশটি যন্ত্রাংশ নিয়ে গবেষণায় উল্লেখযোগ্যভাবে নিজের অবস্থান তৈরি করে নিয়েছে। ক্রিটিক্যাল টেকনোলজি ট্র্যাকার সাধারণ গবেষণার বাইরে বিজ্ঞান ও প্রযুক্তিগত সক্ষমতা মূল্যায়নের জন্য ৪৪টি প্রযুক্তি বিশ্লেষণ করে বিভিন্ন দেশের এ তালিকা প্রকাশ করেছে।
সূত্র: মেহের বার্তা সংস্থা