পাইয়ের মানে নতুন বিশ্ব রেকর্ড

পাইফ্রিপিক

গাণিতিক ধ্রুবক ‘পাই’-এর মান নির্ণয়ে নতুন রেকর্ড গড়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান সলিডিগম। দশমিকের পরে প্রায় ১০৫ ট্রিলিয়ন (১ ট্রিলিয়ন সমান এক লাখ কোটি) স্থান পর্যন্ত পাই গণনা করে গণিতপ্রেমী সবাইকে চমকে দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রায় ১০ লাখ গিগাবাইট তথ্য ব্যবহার করা হয়েছে নতুন এই মান বের করতে। এ জন্য ৭৫ দিন লেগেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সংখ্যাটি মাইক্রোসফট ওয়ার্ডে ১০ পয়েন্ট ফন্টে লেখা হলে লম্বায় হবে প্রায় ২৩০ কোটি মাইল। ১৪ মার্চ পাই দিবসে নতুন এ রেকর্ডের কথা প্রকাশ করা হয়।

পাই একটি অসীম সংখ্যা, যার মান দশমিকের পরে অসীম। সাধারণভাবে পাইয়ের মান দশমিকের পরে বাস্তব দুনিয়ার গণিতে কোনো প্রভাব ফেলে না। তবে মহাবিশ্বের জটিল হিসাব করতে নাসার বিজ্ঞানীরা পাইয়ের দশমিকের পরে ১৫টি সংখ্যা ব্যবহার করেন। নতুন কম্পিউটার প্রোগ্রাম ও তথ্যভান্ডারের প্রযুক্তি পরীক্ষার জন্যও পাই নানাভাবে ব্যবহার করা হয়।

সলিডিগমের তথ্যমতে, পাইয়ের ১০৫ ট্রিলিয়নতম সংখ্যা হচ্ছে ৬। এ বিষয়ে সলিডিগমের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান বিলার বলেন, ‘অনেক বড় পরিকল্পনা নিয়ে আমরা এই সংখ্যা বের করেছি। যতই শক্তিশালী মেশিন হোক না কেন অসীম প্রকৃতির কারণে আমরা কখনোই সম্পূর্ণ সংখ্যাটি উন্মোচন করতে সক্ষম হব না। ২০২৩ সালের এপ্রিলে আমরা পাইয়ের ১০০ ট্রিলিয়নতম সংখ্যার খোঁজ পাই, যা ২০২২ সালে গুগল ক্লাউডের মাধ্যমে গণনা করা হয়েছিল। এর আগের রেকর্ডটি ছিল ৬২.৮ ট্রিলিয়নতম সংখ্যা। সেই সংখ্যা ২০২১ সালে সুইজারল্যান্ডের গ্রিসনসের ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসের একটি সুপার কম্পিউটার ১০৮ দিন ধরে গণনা করেছিল। ২০২০ সালে যুক্তরাষ্ট্রে অ্যালাবামার টিমোথি মুলিকান ব্যক্তিগত কম্পিউটার ব্যবহার করে ৫০ ট্রিলিয়নতম সংখ্যা বের করেছিলেন।’

সূত্র: লাইভ সায়েন্স