বেন্নু গ্রহাণুর নমুনায় প্রাণ তৈরির মৌলিক উপাদান পেয়েছেন বিজ্ঞানীরা

বেন্নু গ্রহাণুর নমুনা বিশ্লেষণ করে অ্যামিনো অ্যাসিড, নিউক্লিওবেস ও অ্যামোনিয়ার মতো জৈব যৌগ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরাছবি: নাসা

২০২৩ সালে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওসিরিস-রেক্স মহাকাশযান ‘বেন্নু’ নামের একটি গ্রহাণুর নমুনা নিয়ে এসেছিল পৃথিবীতে। সেই নমুনা বিশ্লেষণ করে চমকপ্রদ তথ্য পেয়েছেন যুক্তরাষ্ট্রের স্মিথসোনিয়ানস ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি ও যুক্তরাজ্যের লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের বিজ্ঞানীরা। গ্রহাণুটির নমুনায় থাকা অণু ও খনিজ বিশ্লেষণ করে অ্যামিনো অ্যাসিড, নিউক্লিওবেস ও অ্যামোনিয়ার মতো জৈব যৌগ খুঁজে পেয়েছেন তাঁরা। গ্রহাণুটিতে প্রাণ তৈরির মৌলিক উপাদান থাকায় পৃথিবীর বাইরেও প্রাণের বিকাশের সম্ভাবনা দেখছেন বিজ্ঞানীরা। নেচার ও নেচার অ্যাস্ট্রোনমি সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় এ তথ্য জানা গেছে।

গবেষণায় বলা হয়েছে, বেন্নু গ্রহাণুর নমুনায় প্রোটিন গঠনের জন্য প্রয়োজনীয় ২০টি অ্যামিনো অ্যাসিডের মধ্যে ১৪টি পাওয়া গেছে। এ ছাড়া ডিএনএ এবং আরএনএতেও পাঁচটি নিউক্লিওবেস মিলেছে। সেখানে অ্যামোনিয়া ও ফরমালডিহাইডের উপস্থিতিও লক্ষ করা গেছে, যা জটিল জৈব অণু গঠনে কাজ করে। এসব নমুনা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ধারণা করছেন, বেন্নু গ্রহাণুর উপাদান জীবন বিকাশের শুরুতে বিশেষ অবদান রাখতে পারে।

নাসার বিজ্ঞানী ড্যানি গ্লাভিন জানিয়েছেন, গ্রহাণুটির নমুনার খনিজে ক্যালসাইট, হ্যালাইট ও সিলভাইটের মতো বাষ্পীভূত খনিজের উপস্থিতি দেখা গেছে। এসব খনিজ পানির উপস্থিতি নির্দেশ করে। বেন্নুর নমুনায় পাওয়া বিভিন্ন খনিজ সময়ের সঙ্গে সঙ্গে বাষ্পীভূত হয়ে যায়। বামন গ্রহ সেরেস ও শনির চাঁদ এনসেলাডাসের মতো মহাকাশীয় বস্তুতে একই ধরনের নমুনা পাওয়া গেছে।

সূত্র: গ্যাজেটস ৩৬০