উত্তরায় বড় পরিসরে রায়ান্স কম্পিউটারস

কেক কেটে শাখার কার্যক্রম উদ্বোধন করেন আহমেদ হাসান (মাঝখানে)সংগৃহীত

ক্রেতাদের স্বচ্ছন্দে পণ্য কেনার পাশাপাশি প্রযুক্তিসেবা দিতে নিজেদের উত্তরা–১ শাখার আয়তন বড় করেছে রায়ান্স কম্পিউটারস। নতুন এ উদ্যোগের আওতায় সোনারগাঁও জনপথ সড়কে অবস্থিত শাখায় নতুন একটি তলা যোগ করেছে প্রতিষ্ঠানটি। ফলে ক্রেতারা ডুপ্লেক্স শাখাটিতে বড় পরিসরে প্রযুক্তিপণ্য দেখার পাশাপাশি কেনার সুযোগ পাবেন। সহজে ও দ্রুত বিক্রয়োত্তর সেবা দিতে শাখার মেরামত কেন্দ্রেও নতুন সুবিধা যুক্ত করা হয়েছে।

গত শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে বড় পরিসরে কার্যক্রম শুরু করেছে শাখাটি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রায়ান্স কম্পিউটারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসান বলেন, ‘ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় আমাদের ১৫টি শাখা ও ১৯টি আউটলেট রয়েছে। প্রায় ৪ হাজার বর্গফুটের উত্তরা-১ শাখা প্রতিদিনই সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। এ শাখায় ৫০ জনেরও বেশি কর্মী গ্রাহকদের সেবা দেবেন।’

উল্লেখ্য ২০১৬ সালে উত্তরা–১ শাখা চালু করে রায়ান্স কম্পিউটারস। প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ক্রেতাদের পণ্য পরখ করে কেনার সুযোগ দিতেই শাখার পরিধি বৃদ্ধি করেছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন