এক্স পোস্টে লাইকের সংখ্যা দেখা না–ও যেতে পারে

এক্সরয়টার্স

খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টু্ইটার) বার্তা বা ছবি পোস্ট করার পর অনুসরণকারীদের অনেকেই নিজের অনুভূতি প্রকাশ করতে পোস্টের নিচে লাইক দিয়ে থাকেন। নিজেদের প্রোফাইলে থাকা লাইকস ট্যাবের মাধ্যমে সহজে লাইকের সংখ্যা জানতে পারেন পোস্ট করা ব্যক্তিরা। তবে ভবিষ্যতে এক্স পোস্টে লাইক ও রিপোস্টের সংখ্যা দেখা না–ও যেতে পারে বলে জানিয়েছেন এক্সের মালিক ইলন মাস্ক। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ‘মরগ্যান স্ট্যানলি টেকনোলজি, মিডিয়া অ্যান্ড টেলিকম’ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা বা ছবি পোস্ট করার পর অনেকেই লাইকের সংখ্যা জানার অপেক্ষায় থাকেন। তবে লাইকের সংখ্যা কম হলে বিব্রতও হন কেউ কেউ। ধারণা করা হচ্ছে, এ সমস্যার সমাধান করতেই এক্সে লাইকের সংখ্যা প্রদর্শন বন্ধ করা হতে পারে। নতুন এ সুবিধা সবার জন্য, না শুধু প্রিমিয়াম সংস্করণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে; সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

সূত্র: ইন্ডিয়া টুডে ডটকম

আরও পড়ুন