কোয়ার্টি কিবোর্ড লেআউটের পেটেন্ট পান ক্রিস্টোফার শোলস

পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় কোয়ার্টি (QWERTY) কিবোর্ড লেআউট টাইপরাইটারে ব্যবহার করার জন্য পেটেন্ট পান ক্রিস্টোফার ল্যাথাম শোলস।

এখনও ব্যবহৃত হচ্ছে ১৫৫ বছর আগের কোয়ার্টি কিবোর্ড লেআউটমিশেল এন মেগস, উইকিমিডিয়া

১৪ জুলাই ১৮৬৮

কোয়ার্টি কিবোর্ড লেআউটের পেটেন্ট
পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় কোয়ার্টি (QWERTY) কিবোর্ড লেআউট টাইপরাইটারে ব্যবহার করার জন্য পেটেন্ট পান ক্রিস্টোফার ল্যাথাম শোলস। ক্রিস্টোফার শোলস ছিলেন উদ্ভাবক, সংবাদপত্র প্রকাশক এবং যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের একজন সিনেটর। শোলস বেশি পরিচিত প্রথম ব্যবহারযোগ্য টাইপরাইটার উদ্ভাবনের জন্য। তাঁর উদ্ভাবিত কোয়ার্টি কিবোর্ড লেআউট আজও ব্যবহৃত হচ্ছে।

ক্রিস্টোফার শোলস
উইকিমিডিয়া

১৮১৯ সালের ১৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার মুরসবার্গে ক্রিস্টোফার শোলস জন্মগ্রহণ করেন। ৭১ বছর বয়সে ১৮৯০ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি মারা যান।

আরও পড়ুন
জে ফরেস্টার
কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি

১৪ জুলাই ১৯১৮
কোর মেমোরির উদ্ভাবক ফরেস্টারের জন্ম
কম্পিউটার পথিকৃৎ এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি—এমআইটির অধ্যাপক জে ফরেস্টারের জন্মদিন আজ। প্রথম দিকের অন্যতম গুরুত্বপূর্ণ ‘দি ওয়ার্লউইন্ড’ কম্পিউটার প্রকল্পের নেতৃত্ব দেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন রবার্ট এভারেট। তিনি কম্পিউটারের কোর মেমোরির উদ্ভাবক।

১৯৫১ সালে ওয়ার্লউইন্ড কম্পিউটার নির্মাণ সম্পন্ন হয়। এটি ১৬ সংখ্যার ২ হাজার ৪৮টি শব্দ সংরক্ষণ করতে পারত। এ জন্য যন্ত্রটিতে সাড়ে চার হাজার বায়ুশূন্য নল (ভ্যাকুয়াম টিউব) ব্যবহৃত হয়েছিল। এই টিউবগুলো রাখতে তিন হাজার বর্গফুট জায়গার প্রয়োজন পড়ত। ওয়ার্লউইন্ড ৯০ শতাংশ কার্যকারিতা দিয়ে প্রতি সপ্তাহে ৩৫ ঘণ্টা চলত। তাই ফরেস্টার একে ‘বিশ্বস্ত অপারেটিং সিস্টেম’ হিসেবে ডাকতেন।

১৯১৮ সালের ১৪ জুলাই যুক্তরাষ্ট্রের নেব্রেস্কায় জন্মগ্রহণ করেন ফরেস্টার। ২০১৬ সালের ১৬ নভেম্বর তিনি মারা যান।

আরও পড়ুন