এসওএস শিশু পল্লীর শিশুদের স্মার্টফোনে ফটোগ্রাফি প্রশিক্ষণ দেওয়া হবে

প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসওএস শিশু পল্লীর শিশুদের সঙ্গে অতিথিরাসংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ছয়টি এসওএস শিশু পল্লীর শিক্ষার্থীদের সৃজনশীল ফটোগ্রাফি বিষয়ে প্রশিক্ষণ দিতে ‘নতুন প্রজন্মই সম্ভাবনাময় ভবিষ্যৎ’ শীর্ষক প্রকল্প চালু করেছে চীনা মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে এ প্রকল্পের আওতায় আগামী তিন বছরে এসওএস শিশু পল্লীকে ৮০ লাখ টাকা সমমূল্যের প্রযুক্তিপণ্য ও নগদ অর্থ দেবে প্রতিষ্ঠানটি। ২ মার্চ রাজধানীর শ্যামলীর এসওএস শিশু পল্লীতে এ প্রকল্পের উদ্বোধন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভিভো বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিশুদের কল্পনাশক্তি ও সৃজনশীলতাকে উজ্জীবিত করতেই নতুন এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের মানসম্মত ছবি ও ভিডিও ধারণের প্রশিক্ষণ দিতে আগামী তিন বছরে পর্যায়ক্রমে ৬০টি স্মার্টফোন দেওয়ার পাশাপাশি ১৪৪টি ক্লাসের আয়োজন করা হবে। এ ছাড়া প্রতিবছর ‘ইমেজিং জার্নি’ আয়োজন করা হবে, যেখানে ভিভোর তত্ত্বাবধানে শিশুদের ফটোগ্রাফির সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর ইউ লিওয়েন, ভিভো বাংলাদেশের উপব্যবস্থাপনা পরিচালক লি কিংইয়াং, কারখানা ব্যবস্থাপনা পরিচালক চেং শেংগুই, এসওএস শিশু পল্লী বাংলাদেশের জাতীয় পরিচালক মো. এনামুল হক এবং সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার উপস্থিত ছিলেন।