ইনস্টাগ্রামে অনুসরণকারীদের ধরন বুঝে আলাদা স্টোরিজ প্রদর্শন করা যাবে

ইনস্টাগ্রামছবি: রয়টার্স

ইনস্টাগ্রামে কোনো পোস্ট করলেই সেগুলো অ্যাকাউন্ট অনুসরণ করা সব ব্যক্তি দেখতে পারেন। এর ফলে অনেক সময় বিব্রতকর সমস্যার মুখোমুখি হতে হয়। এ সমস্যা সমাধানে অনুসরণকারীদের ধরন বুঝে আলাদা স্টোরিজ প্রদর্শনের সুযোগ চালু করতে যাচ্ছে ইনস্টাগ্রাম। নতুন এ সুবিধা চালু হলে অনুসরণকারীদের ধরন বুঝে আলাদা গ্রুপ তৈরি করা যাবে ইনস্টাগ্রামে। অর্থাৎ নির্বাচিত ব্যক্তি ছাড়া অন্য কেউ ইনস্টাগ্রামের স্টোরিজ দেখতে পারবেন না। বর্তমানে এ সুবিধার কার্যকারিতা পরখ করছে মেটার মালিকানাধীন ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক মাধ্যমটি।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি এক ব্লগ বার্তায় জানিয়েছেন, অনুসরণকারীদের ছোট ছোট বিভিন্ন দলে বিভক্ত করা যাবে ইনস্টাগ্রামে। পাশাপাশি গ্রুপগুলোতে থাকা অনুসরণকারীরা কোন কোন স্টোরিজ দেখতে পারবেন, তা–ও নির্ধারণ করা যাবে। এ সুবিধা চালু হলে ক্লোজ ফ্রেন্ডস ছাড়াও নির্দিষ্ট অনুসরণকারীদের আলাদা গ্রুপে ভাগ করে স্টোরিজ প্রদর্শন করা যাবে।

বর্তমানে ইনস্টাগ্রাম স্টোরিজের দর্শক দুইভাবে নির্ধারণ করা যায়। প্রথমত, যেকোনো অনুসরণকারী ইনস্টাগ্রাম স্টোরিজ দেখতে পারবেন। দ্বিতীয়ত, ক্লোজ ফ্রেন্ডস অপশনের মাধ্যমে নির্দিষ্টসংখ্যক অনুসরণকারীদের কাছে ইনস্টাগ্রাম স্টোরিজ প্রদর্শন করা যায়। নতুন এ সুবিধা চালু হলে বিভিন্ন অনুসরণকারীদের ছোট ছোট দলে বিভক্ত করে আলাদাভাবে বিভিন্ন স্টোরিজ প্রদর্শন করা যাবে। তবে একটি গ্রুপে কতজন অনুসারী যুক্ত করা যাবে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।

সূত্র: গ্যাজেটস নাউ