১৪ বছরে বিক্রয় ডটকম

১৩ বছর পার করে ১৪ বছরে পদার্পণ করেছে বিক্রয় ডটকমবিক্রয় ডটকম

১৪ বছরে পদার্পণ করেছে অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকম। প্রযুক্তির মাধ্যমে ব্যবসাকে সবার কাছে সহজলভ্য করার ফলে বাংলাদেশের কেনাবেচার ধারা বদলে দিয়েছে অনলাইন মার্কেটপ্লেসটি। আর তাই ২০১২ সালের অক্টোবরে যাত্রা শুরু করা মার্কেটপ্লেসটিতে দুই কোটির বেশি বিক্রেতা পাঁচ কোটির বেশি সম্ভাব্য ক্রেতার সঙ্গে যুক্ত হয়েছেন। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিক্রয় ডটকম।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিক্রয় ডটকম এমন একটি মাধ্যম, যা সারা দেশে পণ্য বিক্রিকে উৎসাহিত করার পাশাপাশি মানুষের জন্য অর্থনৈতিক সুযোগ তৈরি করেছে। বিক্রয় ডটকমই বাংলাদেশে প্রথমবারের মতো অনলাইনে কোরবানির পশু বিক্রির পাশাপাশি দেশের প্রথম অনলাইন প্রোপার্টি, ফার্নিচার ও গাড়ির মেলা আয়োজন করেছে। পাশাপাশি মোবাইল, ইলেকট্রনিকস, যানবাহন ও প্রোপার্টির মতো প্রয়োজনীয় পণ্য খুঁজে পাওয়াকে করে তুলেছে সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য।

বিক্রয় ডটকমের মূল প্রতিষ্ঠান সল্টসাইড টেকনোলজিসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শাইফ মোহামেদ বলেন, ‘বিক্রয়ের ১৩ বছর পূর্ণ হওয়া আমাদের সবার জন্যই এক গর্বের মুহূর্ত। প্রতিষ্ঠার শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশের প্রত্যেক মানুষকে সহজলভ্য, নিরাপদ ও নির্ভরযোগ্য প্রযুক্তির মাধ্যমে সক্ষম করে তোলা। এই লক্ষ্য বাস্তবায়নের পথে আমাদের পাশে ছিলেন আমাদের বিশ্বস্ত ব্যবহারকারী ও সহযোগীরা। তাঁদের অবিচল সমর্থন ও আস্থার ফলেই আজ এই গতিশীল ক্রেতা–বিক্রেতা কমিউনিটি গড়ে উঠেছে।’

বিক্রয় ডটকমে শিগগিরই যুক্ত হতে যাচ্ছে বেশ কয়েকটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধা। সুবিধাগুলো চালু হলে স্বয়ংক্রিয়ভাবে পণ্যের বিবরণ তৈরির পাশাপাশি সহজেই বিজ্ঞাপনের ভুয়া রিভিউ শনাক্ত করা যাবে।