উইন্ডোজ ১১ হালনাগাদ চলবে না যেসব ইন্টেল প্রসেসরে

উইন্ডোজ ১১মাইক্রোসফট

উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের নিরাপত্তার দুর্বলতা দূর করার পাশাপাশি নতুন সুবিধা যুক্ত করতে নিয়মিত সংস্করণ উন্মুক্ত করে থাকে মাইক্রোসফট। উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবেই হালনাগাদ সংস্করণগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু ইন্টেলের বিভিন্ন মডেলের প্রসেসর থেকে মাইক্রোসফট সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ায় সেগুলোর ব্যবহারকারীরা চাইলেও ভবিষ্যতে আসতে যাওয়া হালনাগাদ সংস্করণের উইন্ডোজ ১১ ব্যবহার করতে পারবেন না।

মাইক্রোসফটের বিভিন্ন সুবিধা নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশ করা প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নিউউইন জানিয়েছে, আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও এরই মধ্যে ইন্টেলের বিভিন্ন মডেলের প্রসেসর থেকে নিজেদের সমর্থন প্রত্যাহার করেছে মাইক্রোসফট। ফলে প্রসেসরগুলোতে উইন্ডোজ ১১ ব্যবহার করা গেলেও ভবিষ্যতে আসতে যাওয়া কোনো সংস্করণ চলবে না। ফলে উইন্ডোজ ১১ ব্যবহারকারীরা বিভিন্ন কারিগরি ত্রুটির মুখোমুখি হওয়ার পাশাপাশি সাইবার হামলার আশঙ্কায় থাকবেন।

আরও পড়ুন

উইন্ডোজ ১১–এর হালনাগাদ সংস্করণ থেকে সমর্থন প্রত্যাহার করা সব প্রসেসরই ইন্টেলের অষ্টম প্রজন্মের জিয়ন সিরিজের। মডেলগুলো হলো—ইন্টেল জিয়ন ই (২১০৪জি, ২১২৪, ২১২৪জি, ২১২৬জি, ২১৩৪, ২১৩৬, ২১৪৪জি, ২১৪৬জি, ২১৭৪জি, ২১৭৬জি, ২১৭৬এম, ২১৮৬জি, ২১৮৬এম, ২২২৪, ২২২৪জি, ২২২৬জি, ২২২৬জিই, ২২৩৪, ২২৩৬, ২২৪৪জি, ২২৪৬জি, ২২৫৪এমই, ২২৫৪এমএল, ২২৭৪জি, ২২৭৬জি, ২২৭৬এম, ২২৭৬এমই, ২২৭৬এমএল, ২২৭৮জি, ২২৭৮জিই, ২২৭৮জিইএল, ২২৮৬জি, ২২৮৬এম, ২২৮৮জি, ২৩১৪, ২৩২৪জি, ২৩৩৪, ২৩৩৬, ২৩৫৬জি, ২৩৭৪জি, ২৩৭৮, ২৩৭৮জি, ২৩৮৬জি এবং ২৩৮৮জি)।