স্টারলিংকের ইন্টারনেট সিস্টেমের ত্রুটি শনাক্ত করলে মিলবে কোটি টাকার বেশি পুরস্কার
কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে সারা বিশ্বে ইন্টারনেট-সেবা দিয়ে থাকে ইলন মাস্কের স্টারলিংক। দ্রুতগতির এই ইন্টারনেট-সেবার পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে বাংলাদেশেও। বিশ্বের বিভিন্ন দেশে চালু থাকা স্টারলিংকের ইন্টারনেট সিস্টেমের ত্রুটি শনাক্তে নিরাপত্তা–গবেষকদের সহায়তা চেয়েছে স্টারলিংকের মূল প্রতিষ্ঠান স্পেসএক্স। নতুন এক ‘বাগ বাউন্টি’ কর্মসূচির আওতায় স্টারলিংকের ইন্টারনেট সিস্টেমের ত্রুটি শনাক্ত করলে সর্বোচ্চ এক লাখ মার্কিন ডলার বা ১ কোটি ২২ লাখ টাকা (প্রতি ডলারের বিনিময় হার ১২২ টাকা ধরে) পুরস্কার দেবে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি এক ব্লগ পোস্টে স্পেসএক্স জানিয়েছে, ‘আমরা নিরাপত্তা–গবেষকদের উৎসাহিত করছি, যেন তাঁরা স্টারলিংকের নিরাপত্তাব্যবস্থায় সম্ভাব্য ত্রুটি শনাক্ত করেন। তবে তা যেন কোনোভাবেই ব্যবহারকারীদের জন্য বিঘ্ন সৃষ্টি না করে, সেটিও নিশ্চিত করতে হবে। এ ধরনের ত্রুটি শনাক্ত হলে তা আমাদের নির্ধারিত বাগ বাউন্টি প্ল্যাটফর্মের মাধ্যমে জানানোর অনুরোধ করছি।’
স্পেসএক্সের তথ্যমতে, স্টারলিংক গ্রাহকদের তথ্য সুরক্ষা এবং সিস্টেমের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখন পর্যন্ত স্টারলিংকে মোট ৪৩টি নিরাপত্তাজনিত ত্রুটি শনাক্ত করেছেন গবেষকেরা। গত তিন মাসে গড় পুরস্কারের পরিমাণ ছিল ৯১৩ দশমিক ৭৫ ডলার।
প্রসঙ্গত, স্টারলিংকে থাকা ত্রুটির ঝুঁকি ও গুরুত্ব মূল্যায়নে কয়েকটি বিষয় বিবেচনায় করা হয়। শনাক্ত করা ত্রুটি শুধু ব্যবহারকারীর টার্মিনাল ও রাউটারকে প্রভাবিত করছে কি না, তা জানার পাশাপাশি স্যাটেলাইট বা কেন্দ্রীয় অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ সেবায় সেটির প্রভাব বিশ্লেষণ করা হয়। এ ছাড়া ত্রুটিটি ইন্টারনেটের মাধ্যমে সরাসরি ব্যবহার করার সম্ভাব্যতাও যাচাই করা হয়। এরপর ত্রুটির ধরন ও ক্ষতির মাত্রা বিবেচনা করে পুরস্কারের পরিমাণ নির্ধারণ করা হয়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া