প্রথম ডিজিটাল কম্পিউটারের উদ্ভাবক অ্যাটানাসফের জন্ম

প্রথম ডিজিটাল কম্পিউটারের উদ্ভাবক অ্যাটানাসফ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হ্যামিলটনে জন্মগ্রহণ করেন।

জন অ্যাটানাসফকম্পিউটার হিস্ট্রি ডটওআরজি

৪ অক্টোবর ১৯০৩
প্রথম ডিজিটাল কম্পিউটারের উদ্ভাবক অ্যাটানাসফের জন্ম
জন ভিনসেন্ট অ্যাটানাসফ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হ্যামিলটনে জন্মগ্রহণ করেন। ১৯৩৭ সালে আইওয়া স্টেট বিশ্ববিদ্যালয়ে গণিত ও পদার্থবিজ্ঞানের অধ্যাপক থাকার সময় তিনি গণনাযন্ত্রের নতুন এক ধারণা উপস্থাপন করেন। এই ধারণা ছিল এমন—দ্বিমূল পাটিগণিত (বাইনারি অ্যারিথমেটিক) ও ইলেকট্রনিক সুইচ ব্যবহার করে গণনাযন্ত্র তৈরি হবে। এই যন্ত্র নির্মাণের জন্য তিনি ডক্টোরেট কোর্সের ছাত্র ক্লিফোর্ড বেরিকে নিয়োগ দেন। এই দুজন মিলে তৈরি করেন অ্যাটানাসফ–বেরি কম্পিউটার। ১৯৪২ সালে যেটির সফল পরীক্ষা চালানো হয়। তবে ডিজিটাল কম্পিউটারের উদ্ভাবকের স্বীকৃতি পেতে এই দুই উদ্ভাবককে অনেকটা সময় অপেক্ষা করতে হয়। কারণ, প্রচার–প্রচারণায় জন মশলির এনিয়াক কম্পিউটার এগিয়ে ছিল। শেষ পর্যন্ত ডিজিটাল কম্পিউটারের উদ্ভাবক হিসেবে জন অ্যাটানাসফ আদালতের স্বীকৃতি পান।

অ্যাটানাসফ–বেরি কম্পিউটারের প্রতিলিপি
উইকিমিডিয়া

জন অ্যাটানাসফ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল মেডেল অব টেকনোলজি (১৯৯০), কুরস আমেরিকান ইনজিনিউটি অ্যাওয়ার্ড (১৯৮৬), আমেরিকান সোসাইটি অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সের হলি মেডেল (১৯৮৫), কম্পিউটিং অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড (১৯৮৫), ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্সের (আইইইই) কম্পিউটার পাইওনিয়ার মেডেল (১৯৮১), আইওয়া ইনভেন্টরস হল অব ফেম (১৯৭৮) ইত্যাদি পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। অ্যাটানাসফের সম্মানে ৩৫৪৬ নম্বর গ্রহাণুর নামকরণ হয়। ১৯৯৫ সালের ১৫ জুন অ্যাটানাসফ মারা যান।

রয়টার্স

৪ অক্টোবর ২০১২
১০০ কোটি ব্যবহারকারীর মাইলফলক অতিক্রম করল ফেসবুক
প্রতিষ্ঠার আট বছর আট মাস পর আনুষ্ঠানিকভাবে ১০০ কোটি ব্যবহারকারীর মাইলফলক অতিক্রম করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি ফেসবুক চালু হয়েছিল। ২০১২ সালের ৪ অক্টোবর সকালে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ঘোষণা দেন, ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি ছাড়িয়েছে। তিনি এ–ও জানান, প্রতি মাসে ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যাও ১০০ কোটির বেশি।