বছরজুড়ে সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড

পাসওয়ার্ড শব্দটিকেই অনেকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করেনফাইল ছবি

সাইবার হামলা থেকে ই-মেইল বা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট নিরাপদ রাখতে বিশেষজ্ঞরা কমপক্ষে ছয় অক্ষরের মৌলিক পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দেন। কিন্তু সহজে মনে রাখার জন্য সাধারণ মানের পাসওয়ার্ড ব্যবহার করেন অনেকেই। সহজ হওয়ায় একই রকম পাসওয়ার্ড ব্যবহারকারীর সংখ্যাও কম নয়। ২০২২ সালে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডগুলো তালিকা তৈরি করেছে পাসওয়ার্ড ব্যবস্থাপনার জনপ্রিয় সফটওয়্যার ‘নর্ডপাস’।

আরও পড়ুন

নর্ডপাসের তৈরি বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডের তালিকায় প্রথমেই রয়েছে ‘পাসওয়ার্ড (password)’। এরপরই রয়েছে যথাক্রমে bigbasket, qwerty (কোয়ার্টি), 123456, 12345678, 123456789, 1234567890, 111111, pass@123, abcd1234, anmol123, googledummy, iloveyou ও admin।

আরও পড়ুন

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, অনলাইনে নিরাপদ থাকতে সহজে অনুমান করা যায় না—এমন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। শুধু তা–ই নয়, পাসওয়ার্ডে ছোট-বড় অক্ষরের পাশাপাশি যোগ করতে হবে সংখ্যা বা বিভিন্ন চিহ্ন। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে চাইলে নিজের প্রিয়জন বা পছন্দের জীবজন্তু বা বস্তুর নামের সমন্বয়ে পাসওয়ার্ড দেওয়া উচিত নয়।

আরও পড়ুন

অনলাইনে নিরাপদ থাকতে নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তনের কোনো বিকল্প নেই। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের পাশাপাশি অ্যাকাউন্টের নিরাপত্তায় অবশ্যই দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা (২ এফএ) চালু করতে হবে। একই পাসওয়ার্ড একাধিক ওয়েবসাইটে ব্যবহার না করারও পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন