অ্যান্ড্রয়েড ১৫ ব্যবহারের জন্য কত গিগাবাইট র‍্যাম ও ধারণক্ষমতা থাকতে হবে, জানাল গুগল

অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম ব্যবহারের জন্য স্মার্টফোনে শক্তিশালী র‍্যাম ও বেশি ধারণক্ষমতা থাকতে হবেরয়টার্স

স্মার্টফোনে র‍্যাম ও ধারণক্ষমতা কম থাকলে ব্যবহার করা যাবে না অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম। গুগলের হালনাগাদ মোবাইল সেবা নীতিমালায় বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ১৫ সংস্করণ আগের চেয়ে অনেক বেশি উন্নত হয়েছে। এতে যুক্ত করা হয়েছে নানা ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা। এসব সুবিধা সচল রাখতে ফোনে অন্তত ৪ গিগাবাইট র‍্যাম ও ৩২ গিগাবাইট ধারণক্ষমতা থাকতে হবে।

গুগলের তথ্যমতে, বর্তমানে বাজারে থাকা অনেক বাজেট ফোনে ২ বা ৩ গিগাবাইট র‍্যাম থাকে। তবে অ্যান্ড্রয়েড ১৫ ব্যবহারের জন্য অন্তত ৪ গিগাবাইট র‍্যাম থাকতে হবে। শুধু তা–ই নয়, এখন থেকে অ্যান্ড্রয়েড ১৫ ব্যবহারের জন্য ফোনের অভ্যন্তরীণ ধারণক্ষমতা হতে হবে কমপক্ষে ৩২ গিগাবাইট, যার অন্তত ৭৫ শতাংশ ব্যবহৃত হবে সিস্টেম অ্যাপ ও ফাইল সংরক্ষণের জন্য।

বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন ব্যবহারকারীদের বড় একটি অংশ বাজেট ফোন ব্যবহার করেন। কিন্তু কম র‍্যাম ও সীমিত ধারণক্ষমতা থাকায় এসব ফোনে অপারেটিং সিস্টেমের কার্যকারিতা দ্রুত কমে যায়। এর ফলে ব্যবহারকারীরা স্বচ্ছন্দে কাজ করতে পারেন না।

নতুন এ নীতিমালার বিষয়ে গুগল জানিয়েছে, হার্ডওয়্যারের মানোন্নয়ন হলে বাজেট ফোনেও দীর্ঘমেয়াদি সফটওয়্যার সহায়তা, নিরাপত্তা আপডেট এবং উন্নত পারফরম্যান্স নিশ্চিত করা যাবে। ইতিমধ্যে প্রিমিয়াম ও মধ্যম বাজেটের অনেক ফোনে ৬ থেকে ৭ বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট দেওয়া হচ্ছে।

সূত্র: নিউজ ১৮