মার্কিন জনশুমারি সংস্থায় ইউনিভ্যাক-১ কম্পিউটারের ব্যবহার শুরু

মার্কিন জনশুমারি সংস্থা ‘ইউএস সেনসাস ব্যুরো’ প্রথমবারের মতো ইউনিভ্যাক-১ কম্পিউটার গ্রহণ করে। এটি প্রথম বাণিজ্যিক কম্পিউটার, যেটি ব্যাপকভাবে মানুষের নজর কেড়েছিল।

ইউনিভার্সেল অটোমেটিক কম্পিউটার বা ইউনিভ্যাক, ১৯৫১উইকিমিডিয়া

৩০ মার্চ ১৯৫১
মার্কিন জনশুমারি সংস্থায় ইউনিভ্যাক-১ কম্পিউটারের ব্যবহার শুরু
মার্কিন জনশুমারি সংস্থা ‘ইউএস সেনসাস ব্যুরো’ প্রথমবারের মতো ইউনিভ্যাক-১ কম্পিউটার গ্রহণ করে। এটি প্রথম বাণিজ্যিক কম্পিউটার, যেটি ব্যাপকভাবে মানুষের নজর কেড়েছিল। যদিও সেনসাস ব্যুরো এটি ৩০ মার্চ ব্যবহার শুরু করেছিল, তবে তাদের দপ্তরে এই কম্পিউটার স্থাপন করতে আরও কয়েক মাস সময় লেগেছিল।

ইউনিভ্যাক ১২৩২ সংস্করণ
উইকিমিডিয়া

ইউনিভার্সেল অটোমেটিক কম্পিউটার বা ইউনিভ্যাক প্রতি সেকেন্ডে ১ হাজার ৯০৫টি কাজ সম্পাদন করতে পারত। এতে ম্যাগনেটিক টেপে তথ্য সংরক্ষণের সুবিধা ছিল। ১৮৯০ সালে হারম্যান হলিরিথের পাঞ্চকার্ড প্রযুক্তির যন্ত্র দিয়ে যে কম্পিউটারের শুরু হয়েছিল, সেনসাস ব্যুরো ইউনিভ্যাক ব্যবহার করে পরবর্তী কম্পিউটার প্রযুক্তির উন্নয়নে সহায়তা করেছিল।