অ্যাপের ত্রুটি ধরিয়ে দিলে বর্তমানের চেয়ে ১০ গুণ বেশি অর্থ দেবে গুগল

গুগলরয়টার্স

অ্যান্ড্রয়েড অ্যাপের নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে নিয়মিত সাইবার হামলা চালিয়ে থাকে হ্যাকাররা। শুধু তা–ই নয়, এসব ত্রুটির মাধ্যমে দূর থেকে ক্ষতিকর কোড যুক্ত করে অ্যাপ থেকে ব্যবহারকারীদের তথ্যও সংগ্রহ করে থাকে তারা। আর তাই নিজেদের তৈরি বিভিন্ন অ্যাপে থাকা ত্রুটির সন্ধান পেতে মোবাইল ভালনারেবিলিটি রিওয়ার্ডস প্রোগ্রামে (মোবাইল ভিআরপি) পুরস্কারের অর্থমূল্য বর্তমানের তুলনায় ১০ গুণ বাড়িয়েছে গুগল।

জিমেইল, গুগল প্লে ও গুগল ক্লাউড অ্যাপে রিমোট কোড যুক্ত করার ত্রুটি শনাক্ত করলে বর্তমানে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার দিয়ে থাকে গুগল। নতুন এ সিদ্ধান্তের ফলে একই ধরনের নিরাপত্তাত্রুটি শনাক্তের জন্য ৩ লাখ মার্কিন ডলার বা প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকা (প্রতি ডলারের বিনিময় মূল্য ১১০ টাকা ধরে) পুরস্কার দেবে প্রতিষ্ঠানটি।

গুগলের তথ্যমতে, অ্যাপগুলোয় রিমোট কোড যুক্ত থাকার বড় ধরনের ত্রুটির সন্ধান দিলে সর্বোচ্চ সাড়ে ৪ লাখ ও তথ্য চুরির ত্রুটি শনাক্তের জন্য সর্বোচ্চ ৭৬ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া গুগলের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন অ্যাপের সাধারণ ত্রুটি শনাক্ত করলে সর্বনিম্ন ২ হাজার ৪০০ ডলার পুরস্কার পাওয়া যাবে।

সূত্র: ব্লিপিং কম্পিউটার