অন্যদের পরা পোশাকে নিজেকে কেমন মানাবে, তা জানাবে অ্যাপ
বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি পছন্দের পোশাক পরলে কেমন মানাবে, তা জানার জন্য আর ট্রায়াল রুমে যেতে হবে না। স্মার্টফোন থেকেই মিলবে সেই অভিজ্ঞতা। স্মার্টফোন ব্যবহারকারীদের ঘরে বসে ট্রায়াল রুমের অভিজ্ঞতা দিতে ‘ডপল’ নামের একটি অ্যাপ তৈরি করেছে গুগল। অ্যাপটি চালু করে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি পছন্দের পোশাক ভার্চ্যুয়াল প্রযুক্তির মাধ্যমে পরে দেখা যাবে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বিভিন্ন ছবিতে থাকা পোশাক পরলে নিজেকে কেমন মানাবে, তা–ও দেখা যাবে।
গুগলের গবেষণা ও উদ্ভাবনী উদ্যোগ ‘গুগল ল্যাবস’–এর তৈরি এই অ্যাপ এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট ব্যবহারকারীরা অ্যাপটি পরখ করতে পারছেন। গুগলের তথ্যমতে, ডপল অ্যাপটি ব্যবহারকারীর একটি ডিজিটাল অ্যাভাটার তৈরি করবে। এরপর সেই অ্যাভাটারে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি পোশাক কেমন দেখাবে, তা ভিডিও আকারে প্রদর্শন করবে। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে পোশাকের অ্যানিমেটেড ভার্চ্যুয়াল রূপ দেখা যাবে। ফলে শুধু ছবির পরিবর্তে ব্যবহারকারীরা ভিডিওর মাধ্যমে নিজেদের পছন্দের পোশাক পছন্দ করতে পারবেন।
ডপল অ্যাপে ব্যবহারকারী চাইলে নিজের পছন্দের লুকগুলো সংরক্ষণ করতে পারবেন। ফলে সেগুলো পুনরায় দেখার পাশাপাশি অন্যদের পাঠানো যাবে। শুধু তা–ই নয়, অন্যদের পরা কোনো পোশাক ভালো লাগলে সেটির ছবি তুলে ডপল অ্যাপে আপলোড করলেই পোশাকটি নিজের গায়ে কেমন মানাবে, তা জানা যাবে।
ডপল অ্যাপটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের পাশাপাশি আইফোনেও ব্যবহার করা যাবে। শুরুতে অ্যাপটির মাধ্যমে শুধু শার্ট, প্যান্টসহ কিছু নির্দিষ্ট নকশার পোশাক পরে দেখা যাবে। শিগগিরই অ্যাপটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস