আইওএসের নতুন সংস্করণ নামিয়ে বিপাকে আইফোন ব্যবহারকারীরা

আইওএসের নতুন সংস্করণে ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যাচ্ছে বলে অভিযোগ করছেন অনেক আইফোন ব্যবহারকারীএএফপি

গত ২৭ জানুয়ারি আইওএস অপারেটিং সিস্টেমে থাকা একাধিক নিরাপত্তাত্রুটি সমাধানের পাশাপাশি ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স-সুবিধার মানোন্নয়ন করে আইওএস ১৮.৩ সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল। আগের সংস্করণগুলোয় নিরাপত্তাত্রুটি থাকায় আইফোন ব্যবহারকারীদের সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে দ্রুত নতুন সংস্করণ ব্যবহারের পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে সংস্করণটি নামানোর পর আইফোনের ব্যাটারি দ্রুত শেষে হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী।

ভুক্তভোগী এক ব্যবহারকারী খুদে ব্লগ লেখার সাইট এক্সে অভিযোগ করেন, আইওএসের নতুন সংস্করণ ইনস্টলের পর আইফোনের ব্যাটারির ক্ষমতা কমে গেছে। আরেক ভুক্তভোগী জানান, আগের সংস্করণে বেশ কিছু নিরাপত্তাত্রুটি থাকায় আইওএস ১৮.৩ ব্যবহার করতে বাধ্য হয়েছি। আশা করি, নিরাপত্তাত্রুটিগুলোর সমাধান হবে। তবে আইফোনের ব্যাটারির চার্জ এখন খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে।

আরও পড়ুন

ভুক্তভোগী আইফোন ব্যবহারকারীদের অভিযোগের বিষয়ে বরাবরের মতো কোনো মন্তব্য করেনি অ্যাপল। তবে বিশেষজ্ঞদের তথ্যমতে, হালনাগাদ ইনস্টলের পর ব্যাটারি সমস্যা নিয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। কারণ, হালনাগাদ ইনস্টল করার পর সাময়িক সময়ের জন্য ব্যাটারি ব্যাকআপ কমে যাওয়া স্বাভাবিক।

এর আগে আইওএস ১৮.৩ সংস্করণ নামানোর পর আইফোনে স্বয়ংক্রিয়ভাবে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’-সুবিধা চালু হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকে। আইফোন ব্যবহারকারীদের অভিযোগ, আগে আইফোনে অ্যাপল ইন্টেলিজেন্স-সুবিধা ম্যানুয়াল পদ্ধতিতে চালু করতে হতো। ফলে আগ্রহীরাই শুধু অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহার করতেন। কিন্তু আইওএস ১৮.৩ সংস্করণে অ্যাপল ইন্টেলিজেন্স-সুবিধা আইফোনে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাচ্ছে।

সূত্র: মেইল অনলাইন