প্রযুক্তির এই দিনে: ১৯ সেপ্টেম্বর
খুদে বার্তা দিয়ে বেইজিংয়ে জাপানবিরোধী আন্দোলন ঠেকানো হলো
খুদে বার্তার মাধ্যমে প্রচারণা চালিয়ে বেইজিংয়ে জাপানবিরোধী সহিংস আন্দোলন ঠেকায় চীন।
১৯ সেপ্টেম্বর ২০১২
খুদে বার্তা দিয়ে বেইজিংয়ে জাপানবিরোধী আন্দোলন ঠেকানো হলো
দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে তখন চীন ও জাপানের মধ্যে টানাপড়েন বাড়ছিল। চীন সরকার বেইজিংয়ে জাপানবিরোধী প্রতিবাদ নিষিদ্ধ ঘোষণা করে। চীনের রাজধানী বেইজিংয়ের জনসাধারণকে এই সিদ্ধান্ত জানানো হয়েছিল খুদে বার্তা বা এসএমএসের মাধ্যমে। এর আগে আন্দোলনে সহিংসতা শুরু হয়েছিল।
এসএমএসের মাধ্যমে বার্তা পাঠিয়ে চীন সরকার সফল হয়। শহরজুড়েই জনগণ এই খুদে বার্তা পেয়েছিল। এরপর খুব অল্পসংখ্যক বিক্ষোভকারীকে জাপানবিরোধী আন্দোলনে দেখা যায়। মুঠোফোন ও সামাজিক যোগাযোগপ্রযুক্তিতে মানুষের নির্ভরতা বাড়ার কারণে কেন্দ্রীয় সরকারের সুবিধাই হয়। বোঝা গেল, সরকার জনগণের জীবনযাপনে দ্রুত প্রভাব ফেলতে পারে, প্রয়োজনীয় বার্তা পাঠাতে পারে।
সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি