উইন্ডোজের যেসব সংস্করণে চলবে না নতুন ক্রোম ব্রাউজার

ক্রোম ব্রাউজাররয়টার্স

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পুরোনো দুটি সংস্করণ থেকে ক্রোম ব্রাউজারের সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে গুগল। নতুন এ সিদ্ধান্তের ফলে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮.১ সংস্করণে চলা কোনো কম্পিউটারের জন্য ক্রোম ব্রাউজারের নিরাপত্তা হালনাগাদ করা হবে না। ফলে সাইবার হামলাসহ বিভিন্ন কারিগরি ত্রুটির মুখোমুখি হতে হবে ব্যবহারকারীদের।

গুগল জানিয়েছে, আগামী মাসে উন্মুক্ত হতে যাওয়া ক্রোম ব্রাউজারের নতুন সংস্করণ শুধু উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ সংস্করণ সমর্থন করবে। ফলে উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮.১ সংস্করণে চলা কম্পিউটারে চাইলেও নতুন ক্রোম ব্রাউজার ব্যবহার করা যাবে না।

উল্লেখ্য, ১০ জানুয়াির থেকে মাইক্রোসফটও উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮.১ সংস্করণে সমর্থন প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে। ফলে চাইলেও উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮.১ সংস্করণে চলা যন্ত্রে মাইক্রোসফটের হালনাগাদ নিরাপত্তা সুবিধা ব্যবহার করা যাবে না।
সূত্র: এনডিটিভি