আইফোনে পুশ নোটিফিকেশন পাঠিয়ে তথ্য নিচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটক

আইফোন থেকে বিভিন্ন অ্যাপ তথ্য চুরি করছেছবি: রয়টার্স

পুশ নোটিফিকেশনের মাধ্যমে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এক্স (সাবেক টুইটার), লিংকডইনসহ বিভিন্ন অ্যাপ আইফোন ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করছে বলে জানিয়েছে অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান মিস্কের গবেষকেরা। এক অনুসন্ধান চালিয়ে তাঁরা দেখেছেন, আইফোনে পুশ নোটিফিকেশন পাঠানোর মাধ্যমে অ্যাপগুলো তথ্য সংগ্রহ করে গোপনে নির্দিষ্ট সার্ভারে পাঠাচ্ছে। এমনকি চালু না থাকলেও তথ্য সংগ্রহ করতে পারে অ্যাপগুলো। আর তাই তথ্য নিরাপদ রাখতে আইফোনের পুশ নোটিফিকেশন সুবিধা বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন তাঁরা।

মিস্কের গবেষকদের তথ্যমতে, পুশ নোটিফিকেশনের মাধ্যমে বিভিন্ন অ্যাপ আইফোনের সিস্টেম আপটাইম, কিবোর্ড, অ্যাভেইলেবল মেমরি, ব্যাটারি স্ট্যাটাস, ডিভাইস মডেল, ডিসপ্লে ব্রাইটনেস সুবিধার তথ্য সংগ্রহ করছে। পরে এসব তথ্য কাজে লাগিয়ে ব্যবহারকারীর অনলাইন কার্যক্রমের ধরন অনুযায়ী বিজ্ঞাপন প্রদর্শন করে অ্যাপগুলো। বিষয়টি স্বীকার করে লিংকডইন ও মেটা জানিয়েছে, অ্যাপলের নীতি মেনেই পুশ নোটিফিকেশনের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তথ্যগুলো অপব্যবহার করা হচ্ছে না।

ব্যবহারকারীদের গোপনীয়তা নিশ্চিত করতে আইফোনে সাধারণত কোনো অ্যাপ পটভূমিতে চালু থাকে না। তবে ব্যবহারকারী যখন পুশ নোটিফিকেশন পেয়ে থাকেন, তখন অ্যাপগুলো সাময়িক সময়ের জন্য সচল করা হয়। পুশ নোটিফিকেশন পাওয়ার পর অ্যাপগুলোকে আবার যখন পটভূমিতে নিষ্ক্রিয় করা হয়, তখনই এসব অ্যাপ ব্যবহারকারীদের যন্ত্রে থাকা বিভিন্ন তথ্য সংগ্রহ করে নির্দিষ্ট সার্ভারে পাঠিয়ে দেয়।
সূত্র: ম্যাশেবল