১৬৫ কোটি ডলারে ইউটিউব কিনে নেয় গুগল

ইন্টারনেটে ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব ১৬৫ কোটি ডলারে কিনে নেয় গুগল। ইউটিউবের মাধ্যমে নিজেদের অনলাইন বিজ্ঞাপন ব্যবসা গুগল অ্যাডসেন্সের রাজস্ব বাড়ানো ছিল ইউটিউব কেনার অন্যতম উদ্দেশ্য।

ভিডিও দেখার সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবরয়টার্স

৯ অক্টোবর ২০০৬
১৬৫ কোটি ডলারে ইউটিউব কিনে নেয় গুগল
ইন্টারনেটে ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব ১৬৫ কোটি ডলারে কিনে নেয় গুগল। ইউটিউবের মাধ্যমে নিজেদের অনলাইন বিজ্ঞাপন ব্যবসা গুগল অ্যাডসেন্সের রাজস্ব বাড়ানো ছিল ইউটিউব কেনার অন্যতম উদ্দেশ্য।

ইউটিউবের তিন প্রতিষ্ঠাতা। বাঁ থেকে চ্যাড হারলি, স্টিভ চ্যান ও জাভেদ করিম
উইকিমিডিয়া

২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি অনলাইনে ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউব প্রতিষ্ঠা করেন স্টিভ চ্যান, চ্যাড হারলি ও জাভেদ করিম। এখন এটি গুগল এলএলসির মালিকানাধীন কোম্পানি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান ব্রুনোতে ইউটিউবের সদর দপ্তর।
ইউটিউবের অন্য পণ্যগুলো হলো ইউটিউব কিডস, ইউটিউব মিউজিক, ইউটিউব প্রিমিয়াম, ইউটিউব শর্টস ও ইউটিউব টিভি। চলতি বছরের জানুয়ারি মাসের হিসাব অনুযায়ী, প্রতি মাসে ইউটিউবের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২৫১ কোটি ৪০ লাখ।

বাইন্যাক কম্পিউটার
কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি

৯ অক্টোবর ১৯৪৭
বাইন্যাক কম্পিউটার নির্মাণ শুরু
বাইনারি অটোমেটিক কম্পিউটার, সংক্ষেপে বাইন্যাক নির্মাণের দায়িত্ব দিয়ে এনিয়াক কম্পিউটারের পথিকৃৎ জে প্রেসপার একার্ট ও জন মশলি প্রতিষ্ঠিত একার্ট-মশলি কম্পিউটার কোম্পানির সঙ্গে চুক্তি করা হয়। এই কোম্পানি পরবর্তী সময়ে রেমিংটন র‌্যান্ড করপোরেশনের একটি বিভাগে পরিণত হয়। প্রোগ্রাম সংরক্ষণ করা যায়, এমন প্রথম ডিজিটাল কম্পিউটার হিসেবে বাইন্যাক তৈরি হয় যুক্তরাষ্ট্রে। বাইন্যাকের ছিল ৫১২ শব্দ ধারণ করার ক্ষমতা। দাম ছিল ২ লাখ ৭৮ হাজার মার্কিন ডলার। এনিয়াকের থেকে অনেক গতিতে অনেকটাই এগিয়ে যায় বাইন্যাক। এনিয়াকের ১৮ হাজার ভ্যাকুয়াম টিউবের (বায়ুশূন্য নল) বদলে বাইন্যাকে ছিল মাত্র ৭০০ ভ্যাকুয়াম টিউব।