যুক্তরাষ্ট্রে চোখের মণি স্ক্যান করে ডিজিটাল পরিচিতি তৈরির কার্যক্রম শুরু করছেন স্যাম অল্টম্যান

গোলক আকৃতির অর্ব যন্ত্রের মাধ্যমে চোখের মণি স্ক্যান করা হবেছবি: রয়টার্স

বিশ্বজুড়ে একটি নতুন ডিজিটাল পরিচয়ব্যবস্থা এবং আর্থিক লেনদেনের নতুন নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘদিন ধরেই কাজ করছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান। এ জন্য ২০১৯ সালে ম্যাক্স নভেনস্টার্ন ও অ্যালক্সে ব্লানিয়াকে সঙ্গে নিয়ে ‘ওয়ার্ল্ড’ নামের একটি প্রতিষ্ঠান চালু করেন তিনি। প্রতিষ্ঠানটির উদ্দেশ্য হচ্ছে মানুষের চোখের মণি বা আইরিস স্ক্যান করে ডিজিটাল পরিচিতি তৈরি করা, যা ভবিষ্যতে ডিজিটাল পাসপোর্ট হিসেবে ব্যবহার করা যাবে। ২০২৩ সাল থেকে চোখের মণি স্ক্যান করে ডিজিটাল পরিচিতি তৈরি করা প্রতিষ্ঠানটি এরই মধ্যে ২০টি দেশের ১ কোটি ২০ লাখের বেশি মানুষের চোখের মণি স্ক্যান করেছে। এবার যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের চোখের মণি স্ক্যান করে ডিজিটাল পরিচিতি তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি।

চোখের মণি স্ক্যান করে ডিজিটাল পরিচিতি তৈরির জন্য যুক্তরাষ্ট্রের আটলান্টা, অস্টিন, লস অ্যাঞ্জেলেস, মিয়ামি, ন্যাশভিল ও সান ফ্রান্সিসকো শহরে ‘অর্ব’ যন্ত্র স্থাপন করেছে ওয়ার্ল্ড। প্রতিষ্ঠানটির তথ্যমতে, গোলক আকৃতির অর্ব যন্ত্রটি মানুষের চোখের মণি স্ক্যান করে ‘আইরিসকোড’ নামে একটি ডিজিটাল পরিচয়সংকেত তৈরি করে। এরপর সেটি যুক্ত করা হয় ‘ওয়ার্ল্ড আইডি’–এর সঙ্গে। প্রতিষ্ঠানটির দাবি, এই ডিজিটাল আইডির মাধ্যমে একজন ব্যবহারকারী অনলাইনে বেনামে নিজের পরিচয় যাচাই করতে পারবেন। ওয়েবসাইটে লগইন, সরকারি সেবা গ্রহণ বা ভবিষ্যতে এমনকি ভোট দেওয়ার ক্ষেত্রেও এটি ব্যবহার করা যেতে পারে।

ওয়ার্ল্ডের দাবি, ২০২৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রায় সাড়ে সাত হাজার অর্ব যন্ত্র বসানোর পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে ছয়টি শহরের নির্ধারিত কেন্দ্রে যন্ত্রটি বসানো হলেও রেইজার গেমিং স্টোর, ক্যাফে ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আরও অর্ব স্থাপন করা হবে। ব্যবহারকারীদের চোখের তথ্য বা আইরিসকোড কোনো কেন্দ্রীয় সার্ভারে রাখা হচ্ছে না। ব্লকচেইনে সংরক্ষণ করা হচ্ছে। এটি একটি বিকেন্দ্রীকৃত ও নিরাপদ তথ্য সংরক্ষণ প্রযুক্তি।

সূত্র: ডেইলি মেইল